promotional_ad

তাইজুলকে টপকে আইসিসির ডিসেম্বর সেরা কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

নিউজিল্যান্ডের বিপক্ষে বল হাতে দুর্দান্ত ছিলেন তাইজুল ইসলাম। বাংলাদেশকে সিলেট টেস্ট জেতাতে বড় ভূমিকাও রেখেছিলেন তিনি। তাতে পুরো সিরিজে দারুণ বোলিং করা তাইজুল পেয়েছিলেন আইসিসির ডিসেম্বরের সেরা ক্রিকেটার হওয়ার মনোনয়ন। যদিও শেষ পর্যন্ত তাকে পেছনে ফেলে আইসিসির ডিসেম্বর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন কামিন্স।


সিলেট টেস্টে মাহমুদুল হাসান জয়, কেন উইলিয়ামসন, নাজমুল হোসেন শান্তরা ব্যাট হাতে রান পেয়েছিলেন সবাই। তবে প্রথম টেস্টে ব্যবধান গড়ে দিয়েছেন তাইজুল। নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারানোর ম্যাচে দুই ইনিংস মিলে ১০ উইকেট নেন বাঁহাতি এই স্পিনার।


promotional_ad

দ্বিতীয় টেস্টেও ভালো বোলিং করেছিলেন তাইজুল। কিউইদের কাছে ম্যাচ হারলেও পাঁচটি উইকেট নিয়েছিলেন তিনি। পুরো সিরিজে সব মিলিয়ে তাইজুল নিয়েছেন ১৫ উইকেট। জিতেছেন সিরিজ সেরার পুরস্কারও। এমন পারফরম্যান্সের পর আইসিসির ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে ছিলেন তিনি।


আরো পড়ুন

২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি

৮ এপ্রিল ২৫
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা উইল পুকোভস্কি, ফাইল ফটো

এদিকে গত মাসে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিততে বল হাতে বড় ভূমিকা ছিল কামিন্সের। প্রথম টেস্টে ৩১৭ রান তাড়ায় ২ উইকেটে ১১০ রান তুলেছিল পাকিস্তান। এমন সময় বোলিংয়ে এসে ফেরান ৬০ রান করা শান মাসুদকে। এরপর দ্রুতই বাকি ব্যাটারদের ফেরান তিনি। মেলবোর্ন টেস্টের দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিয়েছিলেন কামিন্স। যার ফলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার।


মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়ে কামিন্স বলেন, 'সব সংস্করণ মিলিয়ে এই বছরটি সবার জন্যই অসাধারণ গিয়েছে। পাকিস্তানের বিপক্ষে চ্যালেঞ্জিং পারফরম্যান্সের মাধ্যমে ২০২৩ সাল শেষ হয়েছে। সবমিলিয়ে এই গ্রীষ্মে এখন পর্যন্ত আমরা আনন্দিত। ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ড সিরিজ খেলতে মুখিয়ে আছি।'


ডিসেম্বর মাসের সেরা খেলোয়াড় হওয়ার দৌড়ে তাইজুল ও কামিন্সের সঙ্গে ছিলেন গ্লেন ফিলিপসও। মারকুটে ব্যাটিংয়ে পরিচিত হলেও সিলেট টেস্টে অফ স্পিনে জাদু দেখান ফিলিপস। পুরো ম্যাচে ৫ উইকেট নেয়ার পাশাপাশি ৬২ বলে ৪২ রানের ইনিংস খেলেছেন কিউই এই ব্যাটার।


ফিলিপস নিজের জাত আরও ভালোভাবে চিনিয়েছেন দ্বিতীয় টেস্টে। মিরপুরের স্পিন স্বর্গে ৩১ রানে ৩ উইকেট নেয়ার পর ব্যাটিংয়েও অবদান রাখেন। ৪৬ রানে ৫ উইকেট হারানোর পর ব্যাটিংয়ে আসেন ফিলিপস। এরপর খেলেন ৭২ বলে ৮৭ রানের ইনিংস। তারপর দ্বিতীয় ইনিংসেও খেলেন অপরাজিত ৪০ রানের ম্যাচজয়ী ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball