promotional_ad

বেনক্রফট-হ্যারিসদের জন্যেও ওপেনিংয়ের দুয়ার খোলা রাখলেন কামিন্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

জ্যাকসের অলরাউন্ড পারফরম্যান্সে মুম্বাইয়ের জয়

১৭ এপ্রিল ২৫
বিসিসিআই

ডেভিড ওয়ার্নার অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই আলোচনায় ছিল টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের সূচনা কে করবেন, তা নিয়ে। ক্যামেরন বেনক্রফট, মার্কাস হ্যারিস, ম্যাট রেনশরা আলোচনায় থাকলেও শেষ পর্যন্ত নিয়মিত চারে খেলা স্টিভ স্মিথকে ওপেনিংয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। তবে বাদ পড়াদের একেবারে দূরে ঠেলে দিচ্ছেন না প্যাট কামিন্স। অস্ট্রেলিয়ার অধিনায়ক তাদের দলে ফেরার দরজা খোলাই রাখছেন।


গেল মৌসুমে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট শেফিল্ড শিল্ডে সবচেয়ে বেশি রান করেন বেনক্রফট। অথচ ওপেনিংয়ে জায়গা হলো না তার। অপরদিকে হ্যারিস বেশ কিছুদিন ধরেই দলটির পরিকল্পনায় আছেন।


promotional_ad

তাকে ভবিষ্যৎ ওপেনার ভেবে কেন্দ্রীয় চুক্তিতেও অর্ন্তভুক্ত করেছে অস্ট্রেলিয়া। গত বছরের অ্যাশেজেও দলে ছিলেন তিনি। যদিও তিনি বাদ পড়েছেন ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজে। বেনক্রফট আর হ্যারিস- এই দুজনই মূলত বাদ পড়লেন। রেনশকে স্কোয়াডে নিলেও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আপাতত স্মিথেই ভরসা করছে অস্ট্রেলিয়া।


তবে বেনক্রফট আর হ্যারিসের দিকে এখনও নজর আছে কামিন্সের, ‘ব্যক্তিগত ফোন কলে কিন্তু অবাক হওয়ার কিছু নেই। তারা দুজনেই প্রথম শ্রেণির ক্রিকেটে যা করছে তা আমরা করতে ভালোবাসি। যে কোনো দলের হয়েই খেলুক না কেন, দলের জন্য তারা যা কিছু এনে দিয়েছে, সেটি অবশ্যই আমরা দেখেছি। তারা সবই ঠিকমতো করছে। দুর্ভাগ্যবশত, উভয়ই এই সিরিজটি মিস করেছে। তবে বার্তা (দলে রদবদল সর্ম্পকিত) পরিবর্তন হয়নি।’


‘আন্তর্জাতিক ক্রিকেটে সব সময় ইনজুরি থাকে অথবা এই ক্রিকেটাররাও কিন্তু চিরকাল থাকবে না। মার্কাস এবং ক্যাম (বেনক্রফট) এখনও তুলনামূলকভাবে তরুণ। তাই যদি ওপেনিংয়ে খেলার সুযোগ আসে, তাহলে আমরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের একজনকে দলে নিয়ে নিব। সত্যিই তারা দলের হয়ে ভালো খেলবে।’


আগামীকাল বুধবার অ্যাডিলেডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামবে অজিরা। এই ম্যাচের একাদশ ইতোমধ্যেই ঘোষণা করেছে অজিরা, যেখানে ওপেনিংয়ে উসমান খাওয়াজার সঙ্গ দেবেন স্মিথ। সিরিজের দ্বিতীয় ম্যাচটি শুর হবে আগামী ২৫ জানুয়ারি, ভেন্যু ব্রিজবেনের গ্যাবা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball