ছন্দে থাকা আব্বাসকে তৃতীয় টি-টোয়েন্টিতে পাচ্ছে না পাকিস্তান

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি থেকে ছিটকে গেলেন আব্বাস আফ্রিদি। পেশীতে বাজেভাবে টান পড়ায় ১৭ জানুয়ারি অনুষ্ঠেয় এই ম্যাচে খেলা হচ্ছে না তার। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে দারুণ খেলেন আব্বাস। প্রথম ম্যাচে ৩৪ রান খরচায় তিন উইকেট নেন তিনি। দ্বিতীয় ম্যাচে ৪৩ রান খরচায় নেন দুই উইকেট। তবে দ্বিতীয় ম্যাচেই পেশীতে টান পড়ে তার।

ব্যথা খুব বেশি না হলেও আব্বাসকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নিতে চায় না পিসিবির ম্যানেজমেন্ট। যার কারণে আসন্ন ম্যাচে তাকে বিশ্রামে রেখেছে পিসিবি। পরের দুই ম্যাচে তাকে খেলানো হবে কিনা সেই ব্যাপারেও অবশ্য জানায়নি পিসিবি।
এদিকে পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। এই সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন কিউই অধিনায়ক। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহত হয়ে মাঠ ছাড়েন তিনি।
ব্যাটিংয়ের এক পর্যায়ে মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা নিতে দেখা যায় এই টপ অর্ডার ব্যাটারকে। এ সময় ১৫ বলে তার রান ছিল তিনটি চার ও একটি ছক্কায় ২৬। একপর্যায়ে মাঠ ছেড়েই উঠে যান তিনি। পরে দলের পক্ষ থেকে আম্পায়ারদের বার্তা পাঠানো হয়, আর মাঠেই নামবেন না উইলিয়ামসন।
উইলিয়ামসনের অবশ্য তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা আগে থেকেই ছিল না। তার বদলে প্রথমে জস ক্লার্কসনকে দলে আনলে তিনিও ইনজুরিতে পড়েন, তারপর আনা হয় উইল ইয়াংকে। এখন সেই ইয়াংকে শেষ তিন ম্যাচের জন্যই দলে রাখতে হবে কিউইদের।