সপ্তাহখানেক ‘অনুরোধ’ করেই ওপেনিং পজিশন পেয়েছেন স্মিথ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
স্মিথ ও ফিলিপসকে পেছনে ফেলে ফেব্রুয়ারির মাসসেরা গিল
১২ মার্চ ২৫
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার হয়ে প্রথমবারের মতো ইনিংসের সূচনা করবেন স্টিভ স্মিথ। এবার জানা গেল গত কয়েক সপ্তাহ ধরে স্মিথের জোরাজুরির কারণেই তাকে 'ওপেনার' হিসেবে নামাতে যাচ্ছে অস্ট্রেলিয়ার নির্বাচকরা।
ডেভিড ওয়ার্নার অবসরের ঘোষণা দেয়ার পর থেকেই আলোচনায় ছিল টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের সূচনা কে করবেন, তা নিয়ে। ক্যামেরন বেনক্রফট, ম্যাট রেনশ, মার্কাস হ্যারিস, ক্যামেরন গ্রিন- অনেকজনকেই ইতোমধ্যে অস্ট্রেলিয়ার পরবর্তী টেস্ট ওপেনার হিসেবে ধরে নেয়া হয়েছে অজি মিডিয়ায়।

অথচ শেষ পর্যন্ত স্মিথই নামবেন ইনিংসের সূচনা করতে। ক্যারিয়ারে সবচেয়ে বেশি চার নম্বরেই ব্যাটিং করেছেন স্মিথ। চার নম্বরে ১১১ ইনিংসে তার সেঞ্চুরি ১৯টি, গড় ৬১.৪৬। এই পজিশনে এতোটা সফল হওয়ার পরও নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে স্মিথ।
২৭ বছরেই ক্রিকেট ছাড়লেন কনকাশনের কাছে হারতে থাকা পুকোভস্কি
৮ এপ্রিল ২৫
পেছনের গল্প জানাতে গিয়ে অস্ট্রেলিয়ার এক মিডিয়াকে স্মিথ বলেন, 'এটা নিয়ে আমার কয়েক সপ্তাহ ধরে বলতে হয়েছে। এমনকি পার্থ টেস্টের আগেও আমি বলেছি, উপরে খেলতে পারলে আমি খুশি হবো। পার্থে বলেছিলাম, ডেভি'র (ওয়ার্নার) যখন হয়ে যাবে (শেষ টেস্ট) আমি আসলেই ওর জায়গায় খেলতে চাই।'
'আমার মনে হয় না নির্বাচকরা তখন আমার কথাকে গুরুত্বের সাথে নিয়েছে। তবে সিডনিতে (পাকিস্তানের বিপক্ষে পিঙ্ক টেস্ট) আমি এটা জোর দিয়েই বলেছিলাম, আপনি জানেন আমি এই ব্যাপারে কতোটা বাস্তব।'
অজিদের দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক ওপেনার ম্যাট রেনশও। যদিও দলটির নির্বাচকদের প্রধান জর্জ বেইলি এরই মাঝে জানিয়ে দিয়েছেন, ওপেনার হিসেবে স্মিথকেই নিযুক্ত করেছেন তারা।