পাকিস্তান সিরিজ শেষ উইলিয়ামসনের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
১৮ এপ্রিল ২৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ তিন ম্যাচে খেলা হচ্ছে না কেন উইলিয়ামসনের। এই সিরিজ থেকে পুরোপুরি ছিটকে গেলেন কিউই অধিনায়ক। নিউজিল্যান্ডের স্থানীয় এক মিডিয়াকে এমনটা নিশ্চিত করেছেন দলটির হেড কোচ গ্যারি স্টেড।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আহত হয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন। এই ব্যাটারের স্ক্যান করানো হবে। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ের এক পর্যায়ে মাঠে ফিজিও ডেকে হ্যামস্ট্রিংয়ের চিকিৎসা নিতে দেখা যায় এই টপ অর্ডার ব্যাটারকে।

এ সময় ১৫ বলে তার রান ছিল তিনটি চার ও একটি ছক্কায় ২৬। একপর্যায়ে মাঠ ছেড়েই উঠে যান তিনি। পরে দলের পক্ষ থেকে আম্পায়ারদের বার্তা পাঠানো হয়, আর মাঠেই নামবেন না উইলিয়ামসন। এই সিরিজের পর সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে কিউইরা।
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫সেখানে উইলিয়ামসনকে ফিট চান স্টেড, ‘টেস্ট ম্যাচের খুব বেশি দেরি নেই। যেটা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমাদের চেষ্টা থাকবে তাকে (উইলিয়ামসন) যেন টেস্টে ঠিকঠাকভাবে পাই।’
এদিকে উইলিয়ামসনের অনুপস্থিতিতে কে নেতৃত্ব দেবেন সেটা এখনও জানায়নি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। দ্বিতীয় ম্যাচে তার অনুপস্থিতিতে নেতৃত্ব দিতে দেখা যায় টিম সাউদিকে। ধারণা করা হচ্ছে সিরিজের বাকি ম্যাচগুলোতেও তিনিই নেতৃত্ব দেবেন।
উইলিয়ামসনের অবশ্য তৃতীয় টি-টোয়েন্টিতে খেলার কথা আগে থেকেই ছিল না। তার বদলে প্রথমে জস ক্লার্কসনকে দলে আনলে তিনিও ইনজুরিতে পড়েন, তারপর আনা হয় উইল ইয়াংকে। এখন সেই ইয়াংকে শেষ তিন ম্যাচের জন্যই দলে রাখতে হবে কিউইদের। প্রথম দুই ম্যাচ জিতে পাঁচ টি-টোয়েন্টির সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে কিউইরা।