অভিষেকের আগেই বদলি হয়ে গেলেন ক্লার্কসন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে পারবেন না কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ডের অধিনায়কের না খেলতে পারার কথাটা আগেই জানা ছিল। তার জায়গায় অভিষেক হওয়ার কথা ছিল জস ক্লার্কসনের। এবার জানা গেল, ইনজুরির কারণে ছিটকে গেলেন ক্লার্কসন। তার পরিবর্তে দলে নেয়া হয়েছে উইল ইয়াংকে।
ডানিদিনে আগামী ১৭ জানুয়ারির ম্যাচে খেলাটা একদমই নিশ্চিত ছিল ক্লার্কসনের। উইলিয়ামসন ইতোমধ্যেই প্রথম ম্যাচটি খেলেছেন, দ্বিতীয় ম্যাচেও খেলার কথা আছে তার। এখনো হাঁটুতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা বাকি আছে উইলিয়ামসনের।

যার কারণে তৃতীয় টি-টোয়েন্টিতে তাকে ছাড়াই দল গড়ে রেখেছিল কিউইরা। বিকল্প হিসেবে রেখেছিল ক্লার্কসনকে। যদিও কাঁধের ইনজুরিতে পড়ে আর অভিষেক হলো না তার। অবধারিতভাবেই তার অভিষেকের অপেক্ষা বাড়ল।
দলে নতুন করে জায়গা পাওয়া ইয়াং কিউইদের হয়ে এখন পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ২০ গড়ে রান করেছেন ২৬০। টি-টোয়েন্টিতে তার গড় স্ট্রাইকরেট ১৩৩.৮৩। যদিও সবমিলিয়ে তার স্ট্রাইক রেট ১০২.৩৬।
কিউইদের সাম্প্রতিক সময়ের দলগুলোতে পরিচিত মুখ ইয়াং। যদিও ধারাবাহিকতা না থাকার কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের স্কোয়াডে তাকে উপেক্ষা করা হয়েছিল। এবার ক্লার্কসনের ইনজুরিতে আবারো কপাল খুলল তার।
এদিকে গতকাল সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৪৬ রানে হারায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন ও ড্যারিল মিচেলের দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে ২০ ওভারে ২২৬ রান করে কিউইরা। জবাবে ১৮০ রানে অলআউট হয় পাকিস্তান।