promotional_ad

ছিটকে গেলেন রশিদ, কেপটাউনের অধিনায়কত্ব করবেন পোলার্ড

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষে গিল-থিকশানা, পেছালেন বাবর-রশিদ

১৯ ফেব্রুয়ারি ২৫
শুভমান গিল ও মাহিশ থিকশানা

এসএ টোয়েন্টির দ্বিতীয় আসরে মুম্বাই কেপটাউনের অধিনায়কত্ব করার কথা ছিলো রশিদ খানের। তবে পিঠের চোটের কারনে এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না আফগান এই তারকা ক্রিকেটারের। তার বদলে দলটির দায়িত্ব সামলাবেন কাইরন পোলার্ড।


সাম্প্রতিক সময়ে পিঠের অস্ত্রোপচার করিয়েছেন রশিদ। ফলে সবশেষ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি । এমনকি আসন্ন ভারত সিরিজেও শঙ্কায় রয়েছেন এই তারকা স্পিনার। যদিও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য তাকে দলে রেখেছে দেশটির ক্রিকেট বোর্ড।


promotional_ad

ফলে আগামী ১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া এসএ টোয়েন্টির দ্বিতীয় আসরেও তাকে দলে পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছে মুম্বাইয়ের ফ্র‍্যাঞ্চাইজি দলটি। তার বদলে কেপটাউনের অধিনায়কত্ব করবেন পোলার্ড। ক্যারিবিয়ান এই ক্রিকেটার বিশ্বজুড়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেললেও এসএ টোয়েন্টির প্রথম আসরে খেলেননি। ফলে দলের দায়িত্ব নিয়েই এই টুর্নামেন্টে অভিষেক হতে যাচ্ছে তার।


আরো পড়ুন

আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির

১৪ মার্চ ২৫
আফগানিস্তান ও বাংলাদেশ দল

এদিকে ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের (আইএল টি-টোয়েন্টি) দল মুম্বাই এমিরেটস পোলার্ডকে আসন্ন আসরের জন্য রিটেইন ??রেছিলো। যেখানে দলের দায়িত্বে ছিলেন পোলার্ড। তবে ১৯ জানুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টের সময় সূচির সঙ্গে এসএ টোয়েন্টির সঙ্গে মিলে গেছে। ফলে সেখানে পোলার্ডের খেলা নিয়েও শঙ্কা রয়েছে।


পোলার্ডের বদলে দলটির দায়িত্ব সামলানোর কথা রয়েছে তার আরেক সতীর্থ নিকোলাস পুরানের। অবশ্য এসএ টোয়েন্টি শেষ হবে ১০ ফেব্রুয়ারিতে। এদিকে আইএল টি-টোয়েন্টি চলবে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। তাই পোলার্ডের সুযোগ থাকছে সেখানে যোগ দেয়ার। যদিও তিনি এমিরেটসের হয়ে যোগ দিবেন কিনা সেটা নিশ্চিত নয়।


এদিকে কিছুদিন আগেই ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ইংল্যান্ডের সহকারী কোচ হয়েছেন পোলার্ড। এখন পর্যন্ত ৬৩৭টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্যারিবিয়ান সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল মুম্বাই ইন্ডয়ান্সের ব্যাটিং কোচ হিসেবেও দায়িত্ব পালন করছেন।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball