ভারতের বিপক্ষে আফগানিস্তান দলে থেকেও ‘নেই’ রশিদ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি সিরিজের পরিকল্পনা বিসিবির
১৪ মার্চ ২৫
চলতি মাসেই ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। এই সিরিজের জন্য পূর্ণশক্তির স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দলে রাখা হয়েছে রশিদ খানকেও। যদিও তার খেলা নিয়ে থাকছে অনিশ্চয়তা।
সাম্প্রতিক সময়ে অবশ্য পিঠে অস্ত্রোপচার করিয়েছেন রশিদ। যার কারণে ম্যাচ খেলার জন্যে পুরোপুরি ফিট হয়ে ওঠেননি তিনি। তাকে স্কোয়াডে বিবেচনা করলেও আফগান বোর্ড থেকে জানিয়ে দেয়া হয়েছে, কোনও ম্যাচেই হয়ত মাঠে নামতে পারবেন না রশিদ।

আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেন রশিদ। যদিও এবার রশিদের খেলা নিয়ে অনিশ্চয়তা থাকায় ইব্রাহিম জাদরানকে নেতৃত্বের দায়ভার দেয়া হয়েছে। আরব আমিরাতের বিপক্ষে গত সিরিজেও আফগানদের নেতৃত্ব দেন ইব্রাহিম।
ভারতের কেন্দ্রীয় চুক্তিতে ফিরলেন আইয়ার-কিশান, শীর্ষে কোহলি-রোহিত
২১ এপ্রিল ২৫
সেই সিরিজেও রশিদ ছিলেন না। ইব্রাহিমের নেতৃত্বে আফগানরা সিরিজ জেতে ২-১ ব্যবধানে। এবার তাই ইব্রাহিমের নেতৃত্বে পুরোপুরি ভরসা রাখছে দেশটির ক্রিকেট বোর্ড। ওই সিরিজে ছিলেন না আরেক স্পিনার মুজিব উর রহমানও।
ভারত সফরে দলে ফিরছেন মুজিব। এদিকে আরব আমিরাতের বিপক্ষে দলে রিজার্ভ ক্রিকেটার ছিলেন ইকরাম আলি খিল। এবার তিনি মূল স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। মোহালিতে আগামী ১১ জানুয়ারি শুরু হবে ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ১৪ জানুয়ারি ইন্দোরে এবং তৃতীয় ম্যাচ ১৭ জানুয়ারি ভেন্যু বেঙ্গালুরু।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড- ইব্রাহিম জাদরান (অধিনায়ক), রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), রহমত শাহ, মোহাম্মদ নবি, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, আজমতউল্লাহ ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি, ফরিদ আহমেদ মালিক, নাভিন উল হক, নূর আহমেদ, মোহাম্মদ সেলিম, কায়েস আহমেদ, গুলবদিন নায়েব ও রশিদ খান।