বিদায়ী টেস্টে ওয়ার্নারের কাছে সেঞ্চুরি চান ম্যাকগ্রা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের এমএলসিতে খেলবেন ওয়ার্নার
১৯ এপ্রিল ২৫
সিডনি টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন এমনটা আগেই জানিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। নিজের সেই শেষ টেস্টের সামনে দাঁড়িয়ে রয়েছেন বাঁহাতি এই ওপেনার। পাকিস্তানের বিপক্ষে বিদায়ী টেস্টে ওয়ার্নারের কাছে সেঞ্চুরি চান গ্লেন ম্যাকগ্রা।
পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচনাটা দারুণভাবেই করেছিলেন ওয়ার্নার। পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানের ঝলমলে ইনিংস খেলেছিলেন এই ওপেনার। তবে মেলবোর্নে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। আপাতত ওয়ার্নারকে মাথা ঠাণ্ডা রাখার পরামর্শ দিয়েছেন ম্যাকগ্রা। সেই সঙ্গে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার ওয়ার্নার যেন স্বাভাবিক খেলা খেলে ঘরের মাঠে সেঞ্চুরি করেন।

এ প্রসঙ্গে ম্যাকগ্রা বলেন, ‘আপনি খেলুন ও ইতিবাচক থাকুন। পার্থে আমরা তাকে খেলতে দেখেছি এবং দারুণ একটি সেঞ্চুরি করতে দেখেছি। সে শুধুমাত্র নিজের স্বাভাবিক খেলার ধরণে ফিরে এসেছে। আশা করি, সে দারুণ ছন্দে থাকবে। এবং সে যদি নিজের মাঠের ঘরের মানুষের সামনে সেঞ্চুরি করতে পারে, তাহলে এটা দেখতে বেশ দারুণ লাগবে।'
সাম্প্রতিক বছরে ওয়ার্নারের টেস্ট পারফরম্যান্স ছিল বেশ সাদামাটা। চলতি বছরেও অ্যাশেজসহ টেস্টে চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। তবে বছরের শেষটা দারুণভাবেই করেছেন এই বাঁহাতি। পাকিস্তানের বিপক্ষে নিজের মারকুটে স্টাইলে দারুণ সেঞ্চুরির দেখা পেয়েছেন। তাই শেষটাও দারুণ হোক এমন প্রত্যাশা ম্যাকগ্রার।
ওয়ার্নার শুরুটা করেছিলেন ২০১১ সালে। নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের অভিষেক সিরিজের দ্বিতীয় টেস্টেই ১২৩ রানের ইনিংস খেলেন তিনি। ১১১ টেস্টে ৪৪.৫৮ গড়ে করেছেন ৮ হাজার ৬৯৫ রান। আছে ২৬টি সেঞ্চুরি ও ৩৬টি হাফ সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি মনে করেন, নিজের টেস্ট ক্যারিয়ারের জন্য ওয়ার্নার অভিনন্দন পাওয়ার যোগ্য।
হকলি বলেন, ‘ডেভিড তার অবিশ্বাস্য টেস্ট ক্যারিয়ারের জন্য অভিনন্দন পাওয়ার যোগ্য। ক্রিকেটের এই সংস্করণে তার বিশাল অবদানের জন্য আমরা সকলেই তার কাছে ঋণী। ডেভিডের দুর্দান্ত আক্রমণাত্মক ব্যাটিং শুধুমাত্র অস্ট্রেলিয়ার অনেক জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকাই পালন করেনি, বরং সারা বিশ্বের ভক্তদের মুগ্ধ করেছে ও বিনোদন দিয়েছে।’