খারাপ সময়ে কোহলি-রোহিতদের নকল করতেন বেডিংহ্যাম

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাউথ আফ্রিকার কেন্দ্রীয় চুক্তিতে নেই ক্লাসেন
৭ এপ্রিল ২৫
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জিতেছে সাউথ আফ্রিকা। ফলে মানসিকভাবে কিছুটা এগিয়ে থেকেই বুধবার থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে মাঠে নামবে প্রোটিয়ারা। সেঞ্চুরিয়নে সিরিজের প্রথম টেস্টে অভিষেক হয়েছে সাউথ আফ্রিকার ডানহাতি ব্যাটার ডেভিড বেডিংহ্যামের।
অভিষেক ম্যাচে এক ইনিংসে ব্যাট করে ৫৬ রানের ইনিংস খেলেছেন তিনি। এমন ইনিংসের পর দ্বিতীয় টেস্টেও ভালো করতে মুখিয়ে আছেন বেডিংহ্যাম। এই প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার জানিয়েছেন ছোটোবেলায় স্বদেশী হার্শেল গিবস ও জ্যাক ক্যালিসের ব্যাটিং নকল করতেন তিনি। তবে যখন বাজে সময় গেছে তখন বিরাট কোহলি-রোহিত শর্মাদের নকল করেই সফল হয়েছেন তিনি।

এ প্রসঙ্গে খোলাসা করে বেডিংহ্যাম বলেন, 'যখন আমি স্কুলে পড়তাম তখন আমি গিবস ও জ্যাক ক্যালিসের ব্যাটিং নকল করতাম। পরের দিকে আমার নজর কাড়ে বিরাট কোহলি ও রোহিত শর্মার ব্যাটিংয়ে। যখন আমার বয়স ১৩ কি ১৪ ছিল তখন আমি গিবস ও ক্যালিসের ব্যাটিং নকল করতাম। যখন সময় ভালো যায়নি তখন আমি বিরাট ও রোহিতের ব্যাটিং নকল করি।'
উইজডেনের ‘লিডিং ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড’ বুমরাহ-মান্ধানা
৫ ঘন্টা আগে
কদিন পরেই ৩০ বছর বয়সে পা দেবেন বেডিংহ্যাম। দীর্ঘদিন ঘরোয়া ক্রিকেটে খেলার পর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে তার। এই মিডল অর্ডার ব্যাটার অবশ্য মনে করেন পাঁচ বছর আগে অভিষেক হলেও ব্যাপারটা একই হতো। তবে লম্বা সময় ঘরোয়া ক্রিকেট খেলায় অভিজ্ঞতা অর্জন করতে পেরেছেন বলে জানালেন তিনি।
বেডিংহ্যাম বলেন, 'আমি মনে করি যা হয় ভালোর জন্যই হয় আর যেটা হয়েছে কিছু একটা কারণের জন্যই হয়েছে। পাঁচ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করলেও ব্যাপারটা ঠিক একই হত। তবে সত্যি বলতে গেলে ঘরোয়া ক্রিকেট খেলে বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলে আমি অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছি।'
'আমাকে শিখিয়ে দিয়েছে কি করে আগামীদিনে ভালো পারফর্ম করতে হবে। পাশাপাশি, এখন আমি নিজের আবেগকেও নিজের নিয়ন্ত্রণে রাখতে পারি। সুতরাং আমি মনে করি আন্তর্জাতিক ক্রিকেটে আসার আগে ঘরোয়া ক্রিকেট আমাকে সবরকমভাবে প্রস্তুত করেছে।'