promotional_ad

শাহীনকে ভুল করে অধিনায়ক করা হয়েছে: আফ্রিদি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন

৪ ঘন্টা আগে
ইসলামাবাদের অনুশীলন জার্সিতে মাইক হেসন

বিশ্বকাপের পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানের ক্রিকেটে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অধিনায়কত্বে। বাবর আজম তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে টেস্ট অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। আর টি-টোয়েন্টির নেতৃত্বভার দেয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদির কাঁধে।


যদিও পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক শহীদ আফ্রিদি মনে করেন ভুলবসতই শাহীনকে অধিনায়কত্ব দেয়া হয়েছে। টি-টোয়েন্টির জন্য অধিনায়ক হিসেবে তার পছন্দ ছিল মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক ব্যাটারই নেতৃত্ব পাওয়ার যোগ্য দাবিদার ছিল বলে মনে করেন আফ্রিদি।


promotional_ad

সম্প্রতি অস্ট্রেলিয়াতে নিজের ফাউন্ডেশনের প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’


আরো পড়ুন

আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়

১৬ এপ্রিল ২৫
লাহোর কালান্দার্সের হয়ে বোলিংয়ে আবারও আলো ছড়িয়েছেন রিশাদ হোসেন

টেস্ট অধিনায়ক হিসেবে গত মাসেই অভিষেক হয়েছে মাসুদের। অবশ্য অধিনায়ক হিসেবে নিজের প্রথম সফরে সফল হতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে মাসুদের দলের। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন আফ্রিদি।


অবশ্য বেশ লম্বা সময় ধরেই পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহীন। তার সঙ্গে কাঁধ মিলিয়ে পারফর্ম করে যাচ্ছেন নাসিম শাহ-হারিস রউফরা। অনেকবারই রউফকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন আফ্রিদি। এবার তিনি এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন।


আফ্রিদির চোখে রউফ একজন শক্তিশালী চরিত্র। তার প্রশংসা করে সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বলেন, 'হারিস রউফকে আমি খুব পছন্দ করি। তার গুণ হল সে একজন শক্তিশালী চরিত্র। যে কখনোও হারে না। দ্রুত সাহস হারায় না। সব সময়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball