শাহীনকে ভুল করে অধিনায়ক করা হয়েছে: আফ্রিদি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে হেসন
৪ ঘন্টা আগে
বিশ্বকাপের পর থেকেই পরিবর্তনের হাওয়া বইছে পাকিস্তানের ক্রিকেটে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে অধিনায়কত্বে। বাবর আজম তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়লে টেস্ট অধিনায়ক করা হয়েছে শান মাসুদকে। আর টি-টোয়েন্টির নেতৃত্বভার দেয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদির কাঁধে।
যদিও পাকিস্তানের সাবেক অধিনায়ক ও নির্বাচক শহীদ আফ্রিদি মনে করেন ভুলবসতই শাহীনকে অধিনায়কত্ব দেয়া হয়েছে। টি-টোয়েন্টির জন্য অধিনায়ক হিসেবে তার পছন্দ ছিল মোহাম্মদ রিজওয়ান। এই উইকেটরক্ষক ব্যাটারই নেতৃত্ব পাওয়ার যোগ্য দাবিদার ছিল বলে মনে করেন আফ্রিদি।

সম্প্রতি অস্ট্রেলিয়াতে নিজের ফাউন্ডেশনের প্রচারণামূলক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমি রিজওয়ানকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে দেখতে চাই। কিন্তু ভুলবশত শাহিনকে অধিনায়ক করা হয়েছে। কঠোর পরিশ্রম ও খেলার প্রতি মনোযোগের কারণে আমি রিজওয়ানের প্রশংসা করি। কে কী করল না করল, সেসবে ওর আগ্রহ নেই। ওর সবচেয়ে ভালো গুণ শুধু খেলার প্রতি মনোনিবেশ করা। সে সত্যিই একজন যোদ্ধা।’
আবারও রিশাদের ৩ উইকেট, লাহোরের বড় জয়
১৬ এপ্রিল ২৫
টেস্ট অধিনায়ক হিসেবে গত মাসেই অভিষেক হয়েছে মাসুদের। অবশ্য অধিনায়ক হিসেবে নিজের প্রথম সফরে সফল হতে পারেননি এই পাকিস্তানি ব্যাটার। এরই মধ্যে সিরিজ হাতছাড়া হয়েছে মাসুদের দলের। চলতি মাসেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন আফ্রিদি।
অবশ্য বেশ লম্বা সময় ধরেই পাকিস্তানের বোলিং আক্রমণের নেতৃত্বে রয়েছেন শাহীন। তার সঙ্গে কাঁধ মিলিয়ে পারফর্ম করে যাচ্ছেন নাসিম শাহ-হারিস রউফরা। অনেকবারই রউফকে নিয়ে নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন আফ্রিদি। এবার তিনি এই পেসারকে প্রশংসায় ভাসিয়েছেন।
আফ্রিদির চোখে রউফ একজন শক্তিশালী চরিত্র। তার প্রশংসা করে সাবেক এই পাকিস্তানি অলরাউন্ডার বলেন, 'হারিস রউফকে আমি খুব পছন্দ করি। তার গুণ হল সে একজন শক্তিশালী চরিত্র। যে কখনোও হারে না। দ্রুত সাহস হারায় না। সব সময়ে চ্যালেঞ্জ গ্রহণ করতে ভালোবাসে।'