দুই-একজন ক্রিকেটারও চাপে ফেলে দিতে পারে: মিচেল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জিম্বাবুয়েকেই এগিয়ে রাখছেন মুজারাবানি
১০ ঘন্টা আগে
ওয়ানডে সিরিজে বাংলাদেশকে ২-১ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ড। মঙ্গলবার থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডেতে বাংলাদেশকে উড়িয়ে দিলেও টি-টোয়েন্টিতে টাইগারদের সমীহ করছে কিউইরা।
দলটির অলরাউন্ডার ড্যারিল মিচেল মনে করেন ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই এখানে এক-দুইজন ক্রিকেটারও ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন যেকোনো সময়। তবে নিজেদের পরিকল্পনা ঠিক রেখে বাংলাদেশকে চাপে রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে মিচেল বলেন, ‘আসলে এটা টি-টোয়েন্টি ক্রিকেটের ধরন। ১-২ জন ক্রিকেটার মিলেই আপনাকে বিপদে ফেলতে পারে এবং দলকে জেতাতে পারে। আমাদের জন্য বিষয়টি হচ্ছে কীভাবে আমরা তাদের আক্রমণ করব সেই ব্যাপারে পরিষ্কার থাকা এবং তাদের খেলার ধরন বুঝে (সিদ্ধান্ত নেওয়া)। লম্বা সময় সাদা বলের অন্য ফরম্যাটে কাটানোর পর টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরতে আমরা মুখিয়ে আছি।’
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫টি-টোয়েন্টি ক্রিকেটকে শুধু বিনোদনের মাধ্যম হিসেবেই দেখছেন মিচেল। নেপিয়ারে পুরো মাঠেই দর্শকদের সমর্থন পাবে নিউজিল্যান্ড। তাদের বিনোদন দেয়াই লক্ষ্য থাকবে কিউইদের। বছরের বেশিরভাগ সময়ই ওয়ানডে আর টেস্ট নিয়ে ব্যস্ত ছিল নিউজিল্যান্ড। টি-টোয়েন্টি ফরম্যাটে আবারও ফেরার জন্য মুখিয়ে আছেন কিউই ক্রিকেটাররা।
দর্শকদের নিয়ে মিচেল বলেন, ‘এখানে অনেক বিনোদন আছে, অবশ্যই দর্শকদের জন্য। নিউজিল্যান্ডের পুরো স্টেডিয়ামে হয়ত আমাদের দর্শক থাকবেন। চেষ্টা থাকবে তাদেরকে বিনোদন দেয়া। ১২০ বলের মধ্যে কতটা ভালো করা যায় এটাই আমাদের চিন্তা থাকে। আমরা এসব করতে মুখিয়ে আছি। এছাড়া সামনে কিছুদিন বাদেই টি-টোয়েন্টি বিশ্বকাপও আছে।’
আগামী বছর যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদিও নিউজিল্যান্ড এখনই বিশ্বকাপ নিয়ে ভাবছে না। তবে আসন্ন এই বিশ্বকাপের জন্য নিজেদের যত দ্রুত সম্ভব প্রস্তুত করাই বড় লক্ষ্য কিউইদের।
তিনি বলেছেন, 'আসলে আমাদের নিউজিল্যান্ড দলের ব্যাপারে একটি বিষয় হচ্ছে আমরা হয়ত অনেক বেশি দূরে তাকাই না। বিশ্বকাপের কন্ডিশন এখানের চেয়ে অনেক ভিন্ন হবে। এখানে দলের হয়ে যত বেশি ম্যাচ জেতা সম্ভব সেই চেষ্টা চালিয়ে যেতে হবে এবং বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতে হবে।'