promotional_ad

পান্তই থাকছেন দিল্লির অধিনায়ক

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ঘরের মাঠে উইকেট মন্থর করে নিজেরাই বিপদে পড়ল লক্ষ্ণৌ

২ এপ্রিল ২৫
লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচ হারের পর ঋষভ পান্ত (বামে) ও জহির খান (ডানে), আইপিএল

গত বছর সড়ক দুর্ঘটনায় ভয়ানকভাবে আহত হয়েছিলেন ঋষভ পান্ত। ছিলেন না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষবারের মৌসুমেও। সেসময় দিল্লি ক্যাপিটালসের হেড কোচ রিকি পন্টিং বলেছিলেন নতুন অধিনায়কের অধীনে খেললেও দিল্লির আসল নেতা থাকবেন পান্তই। অবশেষে ২২ গজে ফিরতে যাচ্ছেন পান্ত। এবার তিনি থাকবেন দলটির নেতৃত্বেও।


মাসখানেক আগে এমনটাই জানিয়েছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর সৌরভ গাঙ্গুলি। যদিও এরই মাঝে গুঞ্জন ওঠে পান্তকে চেন্নাইয়ের কাছে ছেড়ে দেবে দিল্লি। অর্থাৎ চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরি হবেন পান্ত!


promotional_ad

যদিও এমন সংবাদকে রীতিমতো উড়িয়ে দিয়েছে ভারতের সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফো। অধিনায়ক হিসেবেই পান্ত দিল্লিতে থাকছেন বলে প্রতিবেদনে লিখেছে তারা। ১৯ ডিসেম্বরের নিলামকে সামনে রেখে নাকি এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন দিল্লির হয়ে ১৪৭.৯৭ স্ট্রাইক রেটে দুই হাজার ৮৩৮ রান করা পান্ত।


আরো পড়ুন

রাজস্থানকে হারিয়ে প্লে-অফের আরও কাছে পাঞ্জাব

১৫ ঘন্টা আগে
বল হাতে পাঞ্জাব কিংসের জয়ের নায়ক হারপ্রীত ব্রার, বিসিসিআই

দলের রিটেইন লিস্ট, ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা এবং আসন্ন নিলামে দিল্লি কাদের দলে ভেড়াবে- এই সব ব্যাপারে কোচ, টিম ম্যানেজমেন্ট এবং মালিকপক্ষের সঙ্গে কথাও বলেছেন ২০১৬ সাল থেকে দলটির হয়ে ৯৮ ম্যাচ খেলা পান্ত।


গত বছরের শেষ সপ্তাহে দিল্লি থেকে বন্ধুর বাড়িতে নিজেই গাড়ি চালিয়ে যাচ্ছিলেন ভারতীয় এই উইকেটরক্ষক। এরপর হঠাত তার গাড়িটি হাইওয়ের একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনার শিকার হন তিনি।


সেই ভয়ানক দুর্ঘটনা থেকে কোনও রকম প্রাণে বেঁচে ফিরেছিলেন পান্ত। ফলে একাধিক অস্ত্রোপচারও করাতে হয় তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন তিনি।


এদিকে আইপিএলের গত মৌসুমে দলের হয়ে মাঠে নামতে না পারলেও দিল্লি ক্যাপিটালসের কয়েকটি ম্যাচে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন পান্ত। তবে মাঠের লড়াইয়ে তিনি না থাকায় ডেভিড ওয়ার্নার দিল্লিকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে এবার সবকিছু ঠিক থাকলে দিল্লির আসল নেতাকেই মাঠে নেতৃত্ব দিতে দেখা যাবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball