গলফ খেলতে গিয়ে মাঠের বাইরে ম্যাক্সওয়েল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে থেকে অবসরে ম্যাক্সওয়েল
২ জুন ২৫
অদ্ভুতুড়ে ইনজুরিতে পড়া যেন স্বভাবই হয়ে গেছে গ্লেন ম্যাক্সওয়েলের। গত বছর বন্ধুর জন্মদিনের অনুষ্ঠানে দৌড়াতে গিয়ে পা ভেঙে ফেলেন এই অলরাউন্ডার। এবার গলফ খেলতে গিয়ে আহত হয়েছেন তিনি। যার কারণে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দলে পাচ্ছে না অস্ট্রেলিয়া।
আগামী ৪ নভেম্বর আহমেদাবাদে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে কয়েকদিনের লম্বা বিরতি পেয়েছিল অজিরা। বিরতিতে অজি দলের অনেকেই গলফ খেলতে গিয়েছিলেন। খেলা শেষ করে ফেরার জন্য অন্য সবার মতো গলফ কোর্টের গাড়িতে উঠেছিলেন তিনি।

হঠাৎ সেখান থেকে পড়ে মাথায় আঘাত পান ম্যাক্সওয়েল। কনকাশনের নতুন নিয়ম অনুযায়ী আগামী ৬ থেকে ৮ দিন বিশ্রামে থাকতে হবে তাকে। সেক্ষেত্রে ৭ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরার সম্ভাবনা রয়েছে তার।
এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক
৫ ঘন্টা আগে
ম্যাক্সওয়েলের চোটের ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেছেন, 'সে তার চোটের কথা জানানোর ব্যাপারে সৎ ছিল। সে ভালো করছে এবং আজ হালকা ব্যায়াম করবে। ভাগ্যিস এর থেকে বড় কোনো ইনজুরিতে তাকে পড়তে হয়নি। ব্যাটে বলে সে দুর্দান্ত করছে।'
ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে ম্যাক্সওয়েলের এমন ইনজুরিকে অস্ট্রেলিয়ার জনও দুঃসংবাদই বলতে হবে। এবারের বিশ্বকাপে অসাধারণ ছন্দে আছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করে বিশ্বকাপে রীতিমতো ইতিহাস গড়েছেন এই অলরাউন্ডার।
গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ার ঘটনা এবারই অবশ্য প্রথম নয়। গত বছর গলফ খেলতে গিয়ে ইনজুরিতে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারেননি অজি উইকেটরক্ষক জস ইংলিস এবং ইংল্যান্ডের ওপেনার জনি বেয়ারস্টো।