আহত অস্ট্রেলিয়া খুবই বিপজ্জনক: ভিলিয়ার্স

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

দীর্ঘ সময় পর ইংল্যান্ডের ওয়ানডে একাদশে রুট

৬ ফেব্রুয়ারি ২৫
২০২৩ বিশ্বকাপের পর এবার ওয়ানডে একাদশে ফিরলেন জো রুট, ফাইল ফটো

ভারতের বিপক্ষে ৬ উইকেটে হেরে বিশ্বকাপ শুরু করেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করে ১০২ রানের জয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে সাউথ আফ্রিকা। এই দুই দলই বৃহস্পতিবার মাঠে নামছে একে অপরের বিপক্ষে।


এই ম্যাচের আগে সাউথ আফ্রিকাকে সতর্ক করে দিয়েছেন এবি ডি ভিলিয়ার্স। তিনি মনে করেন আহত অস্ট্রেলিয়া খুবই ভয়ঙ্কর। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাউথ আফ্রিকার ভালো কিছু করার সামর্থ্য আছে বলেও বিশ্বাস সাবেক এই প্রোটিয়া ব্যাটারের।


promotional_ad

ভিলিয়ার্স বলেছেন, ‘ভারতের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার আত্মবিশ্বাস তলানিতে থাকবে। কিন্তু আহত অস্ট্রেলিয়া দল খুবই বিপজ্জনক। তাদের চাপে রাখার জন্য দ্রুত কিছু উইকেট তুলে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে এই কাজ আমরা ভালোভাবে করতে পরিনি।’


আরো পড়ুন

এত দ্রুত সবকিছু ঘটবে, তা ভাবিনি: স্টার্ক

১৫ জুলাই ২৫
১৫ বলে ৫ উইকেট নেয়ার পর মিচেল স্টার্ক, ফাইল ফটো

অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপের অন্যতম ভরসার নাম স্টিভ স্মিথ। ভারতের বিপক্ষে হারা ম্যাচেও ৭১ বলে ৪৬ রানের ইনিংস খেলেছেন স্মিথ। সাউথ আফ্রিকার বিপক্ষেও এই অজি ব্যাটার আক্রমণত্মক হয়ে উঠতে পারেন বলে ধারণা তার। ভিলিয়ার্সের মতে অজি ব্যাটারদের মধ্যে স্মিথের উইকেটটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তিনি প্রোটিয়াদের সতর্ক করে বলেছেন, ‘স্টিভ স্মিথের উইকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে। সে অস্ট্রেলিয়া দলকে দারুণ আগলে রেখেছে। যদি আমরা তাকে তাড়াতাড়ি আউট করি, আমার বিশ্বাস, আমরা কাজটা ঠিকঠাক সম্পন্ন করতে পারব।’


শ্রীলঙ্কার বিপক্ষে ৪২৮ রান করলেও বোলাররা দেদারসে রান বিলিয়েছেন প্রোটিয়াদের বোলাররা। মার্কো জানসেন একাই ৯২ রান খরচা করেছেন, জেরাল্ড কোয়েটজি দিয়েছেন ৬৮ রান। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলাররা অনেক চাপে থাকবে বিশেষ করে এনরিখ নরকিয়া না থাকায় কাগিসো রাবাদার ওপর বাড়তি চাপ থাকবে। এমনটাই মনে করেন ভিলিয়ার্স।


সাবেক এই ব্যাটার বলেছেন, ‘সব মনোযোগ ব্যাটসম্যানদের ওপর। তবে সাউথ আফ্রিকার বোলারদের জন্যও বড় পরীক্ষা হবে। এনরিখ নরকিয়া না থাকায় কাগিসো রাবাদার ওপর বাড়তি চাপ থাকবে। আমি তার সঙ্গে গত সপ্তাহে কথা বলেছি। সে দারুণ কিছু করতে প্রস্তুত এবং বিশ্বের সেরা বোলারদের একজন হিসেবে সামনে থেকে নেতৃত্ব দিতে চায়। আমার কাছে সাউথ আফ্রিকা কিছুটা এগিয়ে থাকবে। আর প্রোটিয়াদের জয় দেশের মানুষকে এটা বোঝাবে যে দলটি চ্যাম্পিয়নও হতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball