আফগানিস্তানের পাকিস্তান সিরিজের দলে নূর

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দিল্লিতে ব্রুকের বদলি সেদিকউল্লাহ
৭ মে ২৫
সামনেই এশিয়া কাপ ও বিশ্বকাপ। দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে দল গোছানো শুরু করে দিয়েছে আফগানিস্তান। পরিকল্পনার অংশ হিসেবে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে ডাকা হয়েছে নূর আহমেদকে।
১৮ সদস্যের দলে নূরকে জায়গা দিতে ছিটকে যেতে হয়েছে বাঁহাতি স্পিনার জিয়া উর রহমানকে। বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজে অভিষেক হওয়া এই স্পিনারকে এক ম্যাচ খেলেই ছিটকে যেতে হয়েছে। দল থেকে বাদ পড়েছেন বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ টেস্ট সিরিজের স্কোয়াডে থাকা আনক্যাপড লেগ স্পিনার ইজহারুল হক নাভিদও।

বাংলাদেশের বিপক্ষে সেই সিরিজ কোনও ম্যাচ খেলার সুযোগ না পেলেও দুই আফগান পেসার মোহাম্মদ সেলিম সাফি এবং ওয়াফাদার মোমান্দ দলে জায়গা ধরে রেখেছেন। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সাম্প্রতিক ফর্মকেই বেশি গুরুত্ব দিয়েছেন আফগান নির্বাচকরা।
বাংলাদেশের বিপক্ষে খেলে টেস্ট থেকে অবসর নেবেন ম্যাথিউস
২৩ মে ২৫
এ প্রসঙ্গে এসিবির প্রধান নির্বাচক আসাদুল্লাহ খান বলেছেন, 'আমাদের পুরো মনোযোগ এশিয়া কাপ এবং বিশ্বকাপ ২০২৩-এর আসন্ন দুটি বড় ইভেন্টের জন্য দলকে প্রস্তুত করা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের এই ওয়ানডে সিরিজে আমাদের দলকে আসন্ন দুটি ইভেন্টের জন্য প্রস্তুত করার একটি চমৎকার সুযোগ।'
আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নেই নিজেদের। ফলে কখনও ভারত কিংবা আরব আমিরাত নিজেদের ঘরের মাঠ হিসাবে ব্যাবহার করেন আফগানরা। তবে এশিয়া কাপের কথা মাথায় রেখেই এবার পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কায় খেলবে আফগানিস্তান। সিরিজের প্রথম ম্যাচ ২২ আগস্ট। শেষ দুই ম্যাচ যথাক্রমে ২৪ ও ২৬ আগস্ট।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড-
হাসমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, রহমত শাহ, নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফজল হক ফারুকী, আবদুল রহমান, মোহাম্মদ সেলিম সাফি ও ওয়াফাদার মোমান্দ।