আবারও ফরচুন বরিশালে তামিম

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বিপিএলের জন্য ৬ বিদেশিকে দলে নিয়েছে বরিশাল

২৯ জুন ২৫
দলের সঙ্গে বরিশালের বিদেশি ক্রিকেটার জেমস ফুলার

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে আবারও ফরচুন বরিশালের জার্সিতে দেখা যাবে তামিম ইকবালকে। ফরচুন বরিশালের পক্ষ থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক বছরের চুক্তিতে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক।


২০২০ সালে করোনা পরবর্তী সময়ে আয়োজিত বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে সর্বপ্রথম বরিশালের জার্সি গায়ে জড়িয়েছিলেন তামিম। সেবার টেবিলের চতুর্থস্থানে থেকে প্লে-অফে গেলেও এলিমেনেটরে বেক্সিমকো ঢাকার কাছে হেরে বাদ পড়েছিল বরিশাল।


দলকে শিরোপা জেতাতে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে আলো কেড়েছিলেন তামিম। ৯ ম্যাচে ৩২৪ রান নিয়ে আসরের দ্বিতীয় সর্বোচ্চ রান শিকারী ব্যাটার ছিলেন তিনি। ১১৬ ছুঁই ছুঁই স্ট্রাইক রেটে প্রায় ৪১ গড়ে ২টি হাফ সেঞ্চুরি হাঁকিয়েছিলেন এই ক্রিকেটার। 


promotional_ad

এদিকে তামিমকে চুক্তিবদ্ধ করার প্রসঙ্গে বরিশাল ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, 'ধন্যবাদ তামিমকে আবারও ফরচুন বরিশালে যোগ দেয়ার জন্য। তিনি আমার পুরনো ও পরীক্ষিত বন্ধু। আমি আশা করি আমারা ২০২৪ সালে একটি ভালো দল গঠন করতে পারব। তামিম তার নেতৃত্ব দেবে।'


করোনা পরবর্তী বিপিএল ও বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মিলিয়ে মোট তিনটি মৌসুম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলেছে ফরচুন বরিশাল। এর আগে বরিশাল বার্নাস ও বরিশাল বুলস নামে অংশ নিলেও ২০২০ থেকে এই ফ্র্যাঞ্চাইজির অধীনেই অংশ নিচ্ছে দলটি।


অংশ নেয়া ৩ মৌসুমে ফরচুন বরিশালের সর্বোচ্চ সাফল্য রানার্স আপ ট্রফি। ২০২২ বিপিএলে সাকিব আল হাসানের অধীনে বিপিএলে শিরোপার খুব কাছে গিয়েছিল বরিশাল। তবে এবারের মৌসুমে সাকিব বরিশাল ছেড়ে যাওয়ায় তামিমকে দলে ফেরাল বরিশাল।


দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল অনুষ্ঠিত হয় ডিসেম্বের-জানুয়ারিতে। কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনও অনুষ্ঠিত হওয়ার কথা একই মাসে। যার কারণে আগামী আসর শুরুর দিনক্ষণ নিয়ে জটিলতা তৈরি হলেও ১০ জানুয়ারি বা কাছাকাছি সুবিধাজনক সময়ে শুরু হতে পারে বিপিএল।


আগামী মৌসুমের বিপিএল জানুয়ারির ১০ তারিখে শুরু হলে আসর আবার শেষ করতে হবে ফেব্রুয়ারির প্রথম দুই সপ্তাহের মধ্যেই। কারণ ওই মাসের মাঝামাঝিতে বাংলাদেশ সফরে আসবে শ্রীলঙ্কা। বিপিএলের সূচি আপাতত কিছু বিষয়ের ওপর নির্ভর করলেও, প্লেয়ার ড্রাফটের বিষয়টি আগেই সেরে রাখতে চায় বিসিবি।


গত বছরের জুলাইয়ে বিসিবির পরিচালনা পর্ষদের একটি সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, পরবর্তী তিন বিপিএলের তারিখ চূড়ান্ত করে ফেলেছেন তারা। তখন তিনি বলেছিলেন, ২০২৩ বিপিএল হবে ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ বিপিএল ৬ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি এবং ২০২৫ সালে হবে ১ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি।


সেই অনুযায়ী এ বছরের বিপিএল মাঠে গড়ানোর তারিখ ছিল ৬ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি। যদিও আগে থেকেই ধারণা করা হচ্ছিল নির্বাচনের কারণে পিছিয়ে যেতে পারে আসরটি। তবে শেষ পর্যন্ত জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াতে পারে বিপি??ল। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball