তামিম না ফিরলে শেষ দুই ওয়ানডেতে অধিনায়ক লিটন

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
এশিয়া কাপের ভাগ্য নির্ধারণ কাল, রাতেই আসছে আফগানিস্তান
৫ ঘন্টা আগে
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাঝ পথে আচমকাই অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। এমন অবস্থায় সিরিজের বাকি দুই ম্যাচে বাংলাদেশ দলকে কে নেতৃত্ব দেবেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জরুরী সভা। এই সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন তামিম না থাকলে সহ-অধিনায়ক হিসেবে লিটন দাসই দল চালাবেন।

এই বিষয়ে খোলাসা করে পাপন বলেন, 'এখনও আমাদের কাছে ওডিআইয়ের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন রান করবে। আছে লিটন দাস।'
বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের সিরিজ জয় উৎসর্গ করল বাংলাদেশ
২২ জুলাই ২৫
বিসিবির পরিকল্পনার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমাদের প্ল্যান হচ্ছে আমরা চাচ্ছি ও সিদ্ধান্ত বদলে ফিরে আসুক। ও আমাদের কাছে পদত্যাগ করেনি তো।’
বিসিবির কাছে এখনও আনুষ্ঠানিকভাবে অবসরের চিঠি পাঠাননি তামিম। তাই বিসিবির চোখে এখনও তামিমই ওয়ানডে অধিনায়ক। তামিমের এমন হঠাৎ অবসরের ঘোষণা কোনোভাবেই মেনে নিতে পারছে না বিসিবি। পাপন জানিয়েছেন তামিমের সঙ্গে কথা বলে এই ঘটনার সুরাহা করতে চান তারা।
বিসিবি সভাপতির ভাষ্য, 'আমি যেহেতু মেসেজ দিয়েছি, আমাকে অপেক্ষা করতেই হবে তার কাছ থেকে কোনো উত্তর আসে কি না। আশা করবো আমাদের সঙ্গে কথা বলে এটার কোনো সমাধান পাওয়া যায় কি না আমরা চেষ্টা করবো। একটা সিরিজ চলছে, ও অধিনায়ক, শুধু প্লেয়ার না; একজন অধিনায়ক হঠাৎ করে বলা আমি অবসর নিলাম, এটা ভালো দেখায় না। আমি মনে করি এটা ঠিক না।'