আইপিএল শেষ টপলির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
৩০ সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির নিলাম
৩ ঘন্টা আগে
বড় ধাক্কা খেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কাঁধের চোটের কারণে এবারের আইপিএলে আর খেলা হচ্ছে না রিস টপলির। এই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দলটির ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। ইডেন কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে মুখোমুখি হয়েছিল বেঙ্গালুরু। সেখানেই বাঙ্গার এমন তথ্য জানিয়েছেন।
নিজেদের প্রথম ম্যাচে মুম্বাইয়ের বিপক্ষে খেলতে গিয়ে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পান টপলি। এরপর জানা যায় তার কাঁধের হাড় সরে গেছে। আইপিএলের বাকি অংশে তাকে পাওয়া যাবে কিনা তা নিয়ে ধোঁয়াশা ছিল তখনই। অবশ্য বেঙ্গালুরুর পক্ষ থেকে সেই সময় বিস্তারিত জানানো হয়নি।

বাঙ্গার বলেছেন, 'রিসকে দুর্ভাগ্যবসত দেশে ফিরে যেতে হয়েছে। কারণ তার টুর্নামেন্ট শেষ হয়ে গিয়েছে। আমরা তাকে রাখার জন্য সবরকমের চেষ্টা করেছি। কিন্তু চিকিৎসক ও বিশেষজ্ঞরা তাকে কিছুদিন খেলার বাইরে থাকার পরামর্শ দিয়েছে।'
কর্নওয়ালের পর চোটে বিপিএল শেষ টপলির
২৬ জানুয়ারি ২৫
মুম্বাইয়ের বিপক্ষে দুই ওভার বোলিং করে ১৪ রান খরচায় এক উইকেট নিয়েছিলেন টপলি। তিনি ক্যামেরন গ্রিনকে আউট করেছিলেন। দ্বিতীয় ম্যাচ খেলতে দলের সঙ্গে কলকাতা এলেও তিনি দেশে ফেরার সিদ্ধান্ত নেন। কলকাতার বিপক্ষে তার বদলে একাদশে খেলেছেন ডেভিড উইলি।
চোটে পড়ার পরই টপলিকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গেই তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল। সেই রিপোর্ড ইতোমধ্যে হাতে এসেছে বেঙ্গালুরুর চিকিৎসক দলের কাছে। অবস্থা বেগতিক দেখে তাকে দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।
টপলি ফিরে গেলেও দ্রুতই বেঙ্গালুরুর সঙ্গে যোগ দিচ্ছেন দলটির আরও দুই বিদেশি রুক্রুট ওয়ানিন্দু হাসারাঙ্গা ও জস হ্যাজেলউড। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলে হাসারাঙ্গা ১০ এপ্রিল ভারতে পৌছাবেন। আর ১৪ এপ্রিল দলের সঙ্গে যোগ দেবেন হ্যাজেলউড।