রাজস্থানে টাইয়ের পরিবর্তে শামসি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

৩০ সেপ্টেম্বর ইন্টার‌ন্যাশনাল লিগ টি-টোয়েন্টির নিলাম

১২ ঘন্টা আগে
আইএলটি-টোয়েন্টি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের জন্য দক্ষিণ আফ্রিকার স্পিনার তাবরাইজ শামসিকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। ২৫ আগষ্ট ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাইঞ্চাইজিটি। মূলত অস্ট্রেলিয়ার পেসার অ্যান্ড্রু টাইয়ের বদলি হিসেবে তাকে দলে নিয়েছে রাজস্থান।


শামসি দক্ষিণ আফ্রিকার হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছেন ৩৯ টি। যেখানে ৪৫ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি চায়নাম্যান। ২০১৬ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল এই প্রোটিয়া স্পিনারের। সেখানে চার ম্যাচ খেলে তার শিকার চার উইকেট।


promotional_ad

দীর্ঘ দিন জৈব সুরক্ষা বলয়ে থেকে ক্রিকেট খেলা ও পরিবারের বাইরে থাকায় আইপিএলের আরব আমিরাত পর্ব থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন টাই। পাশাপাশি অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা না পাওয়ায় হতাশ এই অজি পেসার। তাই মানসিকভাবে চাঙ্গা হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আইপিএলের বাকি অংশে রাজস্থান রয়্যালস থেকে আমার বিদায় নিতে হচ্ছে। আমার জন্য এটি একটি দীর্ঘ বছর। যেখানে আমাকে দীর্ঘ সময় ধরে বাড়ি থেকে দূরে থাকতে হয়েছে। পাশাপাশি বিশ্বকাপ দলে জায়গা না পাওয়া আমার হতাশা আরও বাড়িয়ে দিয়েছে।’


মানসিকভাবে কিছুটা অস্বস্তিতে থাকায় এই সময়টা পরিবারের সঙ্গে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন টাই। পাশাপাশি এই সময়ে তিনি নিজেকে প্রস্তুত করবেন ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। আইপিএলের আমিরাত পর্বে খেলতে না পারলেও, ঘরে বসেই দলকে সমর্থন করে যাবেন, এমনটাই জানিয়েছেন এই অজি পেসার।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার নিজের ভালোর জন্যই এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমি বাড়িতে থাকব এবং আগামী বছরের টি -টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে তুলব। আমি হতাশ যে, আমি এই বছর রয়্যালস পরিবারে পুনরায় যোগ দিতে পারব না। কিন্তু সেখানকার সকল ভক্তদের মতো আমিও দলকে উৎসাহিত করব।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball