তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


তিন বছর পর শ্রীলঙ্কা সফরে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা। সফরে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে দু'দল। সবকটি ম্যাচ অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।


সফরের চূড়ান্ত বৃত্তান্ত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) ও শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। সূচি অনুযায়ী, ২ সেপ্টেম্বর প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের লড়াই।


promotional_ad

৪ ও ৭ সেপ্টেম্বর সিরিজের বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে। ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে ১০ সেপ্টেম্বর। সিরিজের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১২ ও ১৪ সেপ্টেম্বর।


টি-টোয়েন্টি সিরিজ শেষ করেই দেশে ফিরে যাবে প্রোটিয়ারা। এর আগে ২০১৮ সালে শেষবার শ্রীলঙ্কা সফরে গিয়েছিল প্রোটিয়ারা।  যেখানে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিল সফরকারীরা।


একমাত্র টি-টোয়েন্টিতে জিতেছিল শ্রীলঙ্কা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে উপমহাদেশে সীমিত ওভারের ক্রিকেট খেলার সুযোগ পেয়ে খুশি সিএসএ’র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী ফোলেটসি মোয়েস্কি বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও একটি সফর চূড়ান্ত হওয়ায় আমরা উচ্ছ্বসিত।'


'উপমহাদেশের মাটিতে মানসম্পন্ন দলের বিপক্ষে খেললে বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে। ঠাসা সূচির মধ্যে আমাদের খেলার সুযোগ করে দেওয়ায় শ্রীলঙ্কাকে ধন্যবাদ’ আরও যোগ করেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball