প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলা নিয়ে ধোঁয়াশা কাটেনি

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইমন ও মুস্তাফিজ থাকলে আরও লড়াই করতো বাংলাদেশ, দাবি রমিজের

২৫ জুলাই ২৫
ক্রিকফ্রেঞ্জি

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে ইনজুরিতে পড়েছেন মুস্তাফিজুর রহমান। একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিং করার সময় গোড়ালির চোটে পড়েছেন বাঁহাতি এই পেসার।


চোট খুব বেশি গুরুতর না হলেও প্রথম ওয়ানডে মুস্তাফিজের খেলা নিয়ে খানিকটা শঙ্কা রয়েছে। সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে প্রশ্ন করা হলে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কও খানিকটা ধোঁয়াশা রেখেছেন। 


promotional_ad

প্রথম ওয়ানডেতে মুস্তাফিজের খেলা প্রসঙ্গে তামিম বলেন, ‘মুস্তাফিজের ব্যাপারে যেটা হলো, ওকে ফিজিও দেখছেন। কালকের ম্যাচে ওর অংশগ্রহণ করার সম্ভাবনা আমি বলবো ফিফটি-ফিফটি। আজকে বুঝতে পারব আরও ভালো, যে কি অবস্থা। তবে এই মুহূর্তে ফিফটি-ফিফটি।'


আরো পড়ুন

তানজিদ-ইমনদের ছক্কায় মুগ্ধ তামিম

২২ জুলাই ২৫
পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম ও তামিম ইকবাল

হারারের তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে একমাত্র প্রস্তুতি ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের গোড়ালিতে চোট পান মুস্তাফিজ। ইনিংসের প্রথম ওভারে বল করতে আসার পরই খানিকটা অস্বস্তিতে ভুগতে দেখা গেছে তাঁকে। 


ওভারের প্রথম ৫ বল করলেও শেষ বলটি না করে মাঠ ছাড়েন বাঁহাতি এই পেসার। এরপর পুরো ম্যাচে আর তাঁকে বল হাতে দেখা যায়নি। এমনকি মুস্তাফিজকে ফিল্ডিং করতেও দেখা যায়নি।


এদিকে পারিবারিক কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ না খেলেই দেশে ফিরে আসছেন মুশফিকুর রহিম। অধিনায়ক তামিমের ইনজুরি পুরোপুরি সেরে না ওঠায় পুরো ওয়ানডে সিরিজে টেপ পেঁচিয়ে খেলবেন তিনি।  



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball