ভেন্যু বদলালেও বিশ্বকাপে স্পিনারদের গুরুত্ব কমবে না: বাউচার

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ইতিহাস গড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতালি

১১ জুলাই ২৫
ইতালি

দরজায় কড়া নারছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটের এই বিশ্বকাপ মাঠে গড়ানোর আগে ক্রিকেট খেলুড়ে সবদেশই এই ফরম্যাট নিয়ে বাড়তি মনোযোগী। দক্ষিণ আফ্রিকাও পিছিয়ে নেই তাতে। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতেই সিরিজ হারিয়ে বড় আত্মবিশ্বাস কুড়িয়েছে মার্ক বাউচারের শিষ্যরা।


টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে এই সিরিজ জয় বিশ্বকাপে ভালো করার আত্মবিশ্বাস বাউচার। তবে এর পেছনে আরকটি কারণ দেখিয়েছেন তিনি। করোনার থাবায় শেষ মুহূর্তে বদলেছে বিশ্বকাপের ভেন্যু।


promotional_ad

ভারত থেকে সরে আসরটি হবে এবার সংযুক্ত আরব আমিরাত এবং ওমানে। আর এই দুই দেশের কন্ডিশন উইন্ডিজদের মতোই হবে বলে মনে করেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।  শনিবার ওয়েস্ট ইন্ডিজকে ২৫ রানে হারিয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-২ এ জেতে দক্ষিণ আফ্রিকা।


দারুণ এই জয়ের পর বাউচার বলেন, ভেন্যু বদলে গেলেও স্পিনারদের গুরত্ব তাতে কমবে না। তার ধারণা, বিশ্বকাপের আগে আইপিএলের টানা ম্যাচের ধকলে সেখানকার উইকেট উপমহাদেশের মত স্পিনবান্ধব হয়ে যেতে পারে।


বাউচার বলেন, 'আমরা সম্ভবত সংযুক্ত আরব আমিরাতেও একই ধরনের কন্ডিশনে খেলব। আইপিএলের পর উইকেট কিছুটা শুকনা থাকবে। দেশের মাটিতে আমরা যেমন উইকেটে খেলি, এটা তেমন হবে না। সেখানে উইকেটে গিয়েই ধুন্ধুমার ব্যাটিং করে ১৮০ থেকে ২০০ রান করা যায়। কিন্তু এখানে স্কিল থাকতে হবে, পাশাপাশি স্মার্টও হতে হবে।'


'(বিশ্বকাপের আগে) সেখানে আইপিএলের খেলা হবে। সেখানে খুব বেশি মাঠও নেই, তাই উইকেটগুলো পুরনো হয়ে যাবে এবং সম্ভবত (ম্যাচপ্রতি গড় রান) স্কোর আরো কমে যাবে।ব্যাটিং করাটা কঠিন হবে, বিশেষ করে ইনিংসের শেষের দিকে, যেমনটা আমরা এখানে দেখলাম। স্কোর কেমন হবে, সে ব্যাপারে আইপিএল দেখে আমরা একটা ধারনা পাব।আমার মনে হচ্ছে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।'


১৭ অক্টোবর শুরু হবে বিশ্বকাপ। ওমানে প্রাথমিক পর্বের পর আরব আমিরাতে হবে বিশ্বকাপের মূল পর্ব। আর আইপিএলের বাকি অংশ ১৯ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৫ অক্টোবর পর্যন্ত, আরব আমিরাতে। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball