শামসি-লিন্ডেদের পারফরম্যান্সে খুশি বাভুমা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল

২০ জুন ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরছে সাউথ আফ্রিকা

পেস বান্ধব উইকেট হলেও উইন্ডিজদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দারুণ বোলিং করেছেন তাবরাইজ শামসি ও জর্জ লিন্ডেরা। খুব বেশি উইকেট না পেলেও মিতব্যয়ী বোলিংয়ে প্রোটিয়াদের সিরিজ জয়ে বড় ভূমিকা রেখেছেন তাঁরা। যে কারণে স্পিনারদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক টেম্বা বাভুমা।


ক্যারিবীয়দের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন শামসি। যেখানে তাঁর সংগ্রহ ৫ ম্যাচে ৮০ রানে ৭ উইকেট। প্রত্যাশার চেয়ে বেশি উইকেট নিতে না পারলেও ইনিংসের মাঝের সময়টায় ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের আটকে রেখেছেন তিনি।


promotional_ad

যেখানে পুরো সিরিজে শামসির প্রতি বলে অর্ধেকের চেয়ে বেশি রান তুলতে পারেনি। এদিকে শামসির মতো করে পেসারদের দারুণভাবে সঙ্গ দিয়েছেন লিন্ডে। স্পিনাররা নতুন বলে বল করতে পারায় এবং মাঝের দিকে রান আটকে পারায় নিজেদের ভাগ্যবান মানছেন দক্ষিণ আফ্রিকার এই অধিনায়ক।


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগে রংপুরের হয়ে খেলবেন মায়ার্স-ওমরজাই-শামসি

২৭ মে ২৫
তাবরাইজ শামসি,  আজমতউল্লাহ ওমরজাই ও কাইল মায়ার্স (বাম থেকে), ফাইল ফটো

এ প্রসঙ্গে বাভুমা বলেন, ‘শামসি দুর্দান্ত। মিডল ওভারে সে দারুণ বোলিং করেছে। আমরা ভাগ্যবান যে আমরা এমন স্পিনার পেয়েছি যারা নতুন বলে বল করতে পারে এবং মিডল ওভারে রান আটকাতে পারে।’


পাওয়ার প্লেতে খানিকটা ধীরগতির বোলিং করে ক্যারিবীয়দের আটকানোর পরিকল্পনা করেছিলেন বাভুমা। যা দারুণভাবে কাজে দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। পেসারদের সঙ্গে স্পিনাররা তাল মিলিয়ে বল করায় ক্যারিবীয়দের আটকানো খানিকটা সহজ হয়েছে প্রোটিয়াদের। 


বাভুমা বলেন, ‘এই কন্ডিশনে আপনি পাওয়ার প্লেতে এক ওভার ধীরগতির বোলিং করাতে চাইবেন। সিরিজে এটা আমাদের দুই একবার সহযোগিতা করেছে। আমি ভাবনাতে কিছুটা পেস কমিয়ে দেয়া এবং দ্রুতগতিদের সঙ্গে সংমিশ্রণ করাটা ভালো অপশন। পাওয়ার প্লের পরই আমি অনুভব করেছি যেখানে স্পিনাররা আসবে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball