ওয়েস্ট ইন্ডিজ সফরের সঙ্গে বিশ্বকাপের মিল খুঁজছে প্রোটিয়ারা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হার্দিকের মতো ক্রিকেটারের অসম্মান প্রাপ্য না: বাউচার

২২ মার্চ ২৫
হার্দিক পান্ডিয়া ও মার্ক বাউচার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারত থেকে সরে অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেই টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ সফর করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। যেখানে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রোটিয়াদের জয় ৩-২ ব্যবধানে।


সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হয়েছে গ্রানাডায়। দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার মনে করছেন গ্রানাডার মতোই হবে আরব আমিরাতের পরিবেশ। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে তারা। কেননা গ্রানাডার পরিবেশে বড় রান সংগ্রহ করা কঠিন। আরব আমিরাতেও এর বিকল্প ঘটবে না।


promotional_ad

বাউচার বলেন, 'আমরা সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে এই জাতীয় কন্ডিশনে খেলতে যাচ্ছি। আইপিএলের পরে সেখানকার উইকেট কিছুটা শুকনো হয়ে যাবে। দক্ষিণ আফ্রিকাতে আমরা যে কন্ডিশনে খেলে এসেছি এখানে সেটার মতো নয়। আপনার ১৮০ থেকে ২০০ রান করতে হলে এখানে দক্ষ হতে হবে, স্মার্ট হতে হবে।'


আরব আমিরাতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবার আগে অনুষ্ঠিত হবে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি অংশ। সেক্ষেত্রে আরব আমিরাতের উইকেটগুলো আরো মন্থর হয়ে পড়বে বলে মনে করেন বাউচার। একই সঙ্গে জানিয়ে রাখলেন এই ধরণের পিচে সুবিধা পাবে স্পিনাররা।


বাউচার বলেন, 'আইপিএল খেলার কারণে উইকেটগুলি মন্থর হয়ে যাবে তাই রান করা আরো কঠিন হয়ে যাবে। বিশেষত পিছনের ব্যাটসম্যানদের জন্য ব্যাট করা আরো কঠিন হতে পারে। তাই আইপিএল দেখে এবং তারপরে একবার খতিয়ে দেখে স্কোর কী হতে চলেছে সে সম্পর্কে আমরা ধারণা নেব এবং বিশ্বকাপের শুরুতে উইকেটগুলি কীরকম আচরণ করছে তা মূল্যায়ন করব। আমার মনে হয় এখানে স্পিনাররা ব্যাপক ভূমিকা নেবে।'


দক্ষিণ আফ্রিকা দলে মিডল অর্ডারের অন্যতম ভরসা ডেভিড মিলার। সেই মিলারই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাট হাতে ভালো সময় কাটাতে পারেননি। ৫ ম্যাচে মাত্র ৫২ রান সংগ্রহ করেছেন তিনি। তবুও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ে ক্রিকেটারদের ফর্মহীনতাও বাউচারের কাছে ইতিবাচক হিসেবে ধরা দিয়েছে।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের বেশ কয়েকজন ক্রিকেটার ফর্মে নেই। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ফর্মহীনতার পরেও যদি আপনি শক্তিশালী দলে??? বিপক্ষে সিরিজ জেতেন তবে বোঝা উচিত আপনি সঠিক পথেই আছেন। ছেলেদের ফর্মে থাকা দরকার। সম্ভবত আমাদের জন্য সেই ছেলেদের ফর্মে ফেরানোর যথেষ্ট সুযোগ রয়েছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball