মার্করাম-ডি ককের পর বোলারদের দাপট, সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক

৮ মে ২৫
লুয়ান-ড্রে প্রিটোরিয়াসের আরেকটি হাফ সেঞ্চুরি, ফাইল ফটো

প্রথম চার ম্যাচ শেষে সিরিজে সমতা থাকায় শেষ ম্যচ রূপ নিয়েছিল অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচে আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকাকে ১৬৮ রানের সংগ্রহ এনে দিয়েছিলেন দুই হাফ সেঞ্চুরিয়ান অ্যাইডেন মার্করাম ও কুইন্টন ডি কক। প্রোটিয়াদের সিরিজ জেতাতে বাকি কাজটা সেরেছেন লুঙ্গি এনগিদি, কাগিসো রাবাদা ও উইয়ান মুল্ডাররা। ২৫ রানের জয় পাওয়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা। 


জয়ের জন্য ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্রুতই সাজঘরে ফেরেন লেন্ডেল সিমন্স। ৬ বলে মাত্র ৩ রান করে জর্জ লিন্ডের বলে প্যাভিলিয়নের পথে হাঁটেন ডানহাতি এই ওপেনার। সিমন্স ফিরলেও এক প্রান্তে দাঁড়িয়ে দ্রুত রান তুলতে থাকেন এভিন লুইস।


এদিকে তিনে নেমে থিতু হতে পারেননি ক্রিস গেইল। ৯ বলে ১১ রান করে তাবরাইজ শামসির বলে উইকেটের পেছনে থাকা ডি ককের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দুই ওভারের ব্যবধানে সাজঘরে ফেরেন লুইসও। যদিও এনগিদির বলে ফেরার আগে দ্রুতগতিতে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। 


promotional_ad

৩৪ বলে ৫২ রান করার দিনে পাঁচটি চার ও তিনটি ছক্কা মেরেছেন লুইস। থিতু হতে পারেননি কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেল। পোলার্ড ১৩ ও রাসেল ফিরেছেন শূন্য রানে। ব্যাটসম্যানদের আসা যাওয়ার মিছিলে শিমরন হেটমায়ার ৩৩ রান করেন। 


যা ছিল অনেকটা ধীরগতির। ৩১ বলে ৩৩ রান করে হেটমায়ার ফিরলে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে নিকোলাস পুরান ১৪ বলে ২০ রান করলেও সেটা কাজে আসেনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১৪৩ রানে থামলে ২৫ রানের হেরে ঘরের মাঠে সিরিজ খোয়ায় ক্যারিবীয়রা। দক্ষিণ আফ্রিকার হয়ে এনগিদি তিনটি, রাবাদা ও মুল্ডার নিয়েছেন দুটি করে উইকেট।


এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে মার্করাম ৭০ ও ডি কক করেছেন ৬০ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফিদেল এডওয়ার্ডস দুটি আর একটি করে উইকেট নিয়েছেন ডোয়াইন ব্রাভো ও ওবেড ম্যাককয়।


সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা: ১৬৮/৪ (ওভার ২০) (মার্করাম ৭০, ডি কক ৬০, এডওয়ার্ডস ২/১৯)


ওয়েস্ট ইন্ডিজ: ১৪৩/৯ (ওভার ২০) (লুইস ৫২, হেটমায়ার ৩৩, পুরান ২০, এনগিদি ৩/৩২)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball