ডি ককের যোগ্য সঙ্গী খুঁজছে দক্ষিণ আফ্রিকা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ। অথচ ওপেনিংয়ে কুইন্টন ডি ককের একজন যোগ্য সঙ্গী খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা। এ ছাড়া একজন অলরাউন্ডার হিসেবে ষষ্ঠ বোলারও খুঁজছে প্রোটিয়া টিম ম্যানেজমেন্ট। এমনটাই জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অধিনায়ক টেম্বা বাভুমা।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। সেখানে টি-টোয়েন্টি সিরিজ ২-২ এ ড্র অবস্থায় রয়েছে। সিরিজ নির্ধারণী ম্যাচে দুই দলই মুখোমখি হবে আগামী ৪ জুলাই।


promotional_ad

তার আগেই অধিনায়ক টেম্বা বাভুমা জানালেন ওপেনিংয়ে ডি ককের যোগ্য সঙ্গী খুঁজছেন তারা। যদিও ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ডি ককের ওপেনিং সঙ্গী হিসেবে ব্যাট করতে দেখা যাচ্ছে রিজা হেনড্রিক্সকে। এই ব্যাটসম্যান অবশ্য এক ম্যাচে ৪২ ছাড়া তেমন বড় রান করতে পারেনননি। তবুও তার ওপরই ভরসা রাখছেন বাভুমা।


তিনি বলেন, 'কম্বিনেশনের দিক থেকে ওপেনিংয়ে ডি ককের কে সঙ্গি হতে পারে তা আমরা খুঁজছি। এই মুহূর্তে রিজা (হেন্ড্রিক্স) সেই ব্যক্তি এবং আমরা বিশ্বাস করি যে সে এখানে ভাল করবে। ডেভিড (মিলার) আমাদের পাকা ফিনিশার। সে এই কাজ বহু বছর ধরে করছে তবে দুর্ভাগ্যক্রমে এই মুহূর্তে সে ফর্মের সাথে লড়াই করছে।'


ভারত থেকে সরে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একজন পেস বোলিং অলরাউন্ডার খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তা অজানা নয় বাভুমারও। দলে এইডেন মার্করাম থাকলেও একজন অলরাউন্ডার হিসেবে ষষ্ঠ বোলার এখনো কাউকে খুঁজে পায়নি দক্ষিণ আফ্রিকা।


বাভুমা বলেন, 'আমি নিশ্চিত যে কোনও সেমিং অলরাউন্ডার আবার মিশ্রণে ফিরে আসবে। আমরা এমন কাউকে খুঁজছি যে কার্যকরভাবে বোলিংয়ে ভূমিকা রাখতে পারে। আপনি যদি এডেন (মার্করাম) এর মতো লোকের দিকে তাকান, সে আপনাকে কেবল বোলিংয়ের বিকল্পের চেয়েও বেশি কিছু এনে দেবে।'


শেসে যোগ করে বলেন, 'সে এমন একজন যাকে আমরা তার ব্যাটিং অবস্থানের দিক থেকে বহুমুখী ভূমিকা দেখতে পাই। সে ওপেনিংয়ে ব্যাট করার পাশাপাশি মাঝখানে ব্যাটিং করতে পারে এবং এখনই সেই সুযোগটি পেয়েছে সে। তবে বোলিংয়ের ক্ষেত্রে আমরা এখনো ষষ্ঠ বোলার হিসেবে একজন খুঁজে পাইনি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball