পোলার্ড-ব্রাভোর দিনে সিরিজ জমিয়ে তুলল ওয়েস্ট ইন্ডিজ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


জমে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ-দক্ষিণ আফ্রিকার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ২-১ ব্যবধানে এগিয়ে থেকেও চতুর্থ টি-টোয়েন্টিতে হেরে বসেছে টেম্বা বাভুমার দল। ২১ রানের জয়ে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এখন ২-২ সমতা এনেছে উইন্ডিজরা।


জয়ের জন্য দক্ষিণ আফ্রিকাকে ১৬৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কাইরন পোলার্ডের দল। ব্যাটিংয়ে নেমে দ্বিতীয়  ওভারেই রিজা হেনরিক্সের উইকেট হারিয়ে বসে সফরকারীরা। এরপর পাওয়ার প্লে শেষ হওয়ার আগে ফিরে যান বাভুমা।


দুই উইকেট হারালেও রানের চাকা সচল রাখেন কুইন্টন ডি কক। একপ্রান্তে এই উইকেটরক্ষক রান তুলতে থাকলেও দলীয় ১০০'র আগে ৫ উইকেট হারিয়ে বসে প্রোটিয়ারা। ২০ রান করে ফিরে যান এইডেন মার্করাম। ডেভিড মিলার এবং ভ্যান ডার ডুসেনও ফেরেন অল্প রানে।


promotional_ad

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার ভিড়ে হাফ সেঞ্চুরি তুলে নেন ডি কক। কিন্তু দলীয় ১২৬ রানে ৪৩ বলে ব্যক্তিগত ৬০ রানে আউট হন তিনি। তার উইকেটও তুলে নেন ডোয়াইন ব্রাভো।


এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি সফরকারীরা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেটএব ১৪৬ রানের পুঁজি পায় দলটি। কাগিসো রাবাদা অপরাজিত থাকেন ১৬ রানে। ৪ ওভারে ১৯ রান দিয়ে ৪ উইকেট নেন ব্রাভো। 


এর আগে প্রথমে ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ রান স্কোরবোর্ডে তুলে ওয়েস্ট ইন্ডিজ। ৩৪ বলে ৪৭ রান করেন লেন্ডেনল সিমন্স। ২৫ বলে ঝড়ো ৫০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন পোলার্ড।


সক্ষিপ্ত স্কোর:


ওয়েস্ট ইন্ডিজ: ২০ ওভারে ৬ উইকেটে ১৬৭ (সিমন্স ৪৭, পোলার্ড ৫০*) (শামসি ২/১৩)


দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ (ডি কক ৬০, মার্করাম ২০) (ব্রাভো ৪/১৯) 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball