রাবাদা-লিন্ডাদের দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সমতা

সংগ্রহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পিএসএলে বশ-ডাসেনের বদলি লিন্ডে-ক্যারি

২৪ মার্চ ২৫
জর্জ লিন্ডে ও অ্যালেক্স ক্যারি

প্রথম ম্যাচে ১৬০ রানের পুঁজি নিয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে পাত্তা পায়নি দক্ষিণ আফ্রিকা। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে প্রায় একই পূুজি নিয়ে ক্যারিবীয়নদের বিপক্ষে দারুণ এক জয় পেল প্রোটিয়ারা। গ্রেনাডায় ১৬৬ রানের পুঁজি নিয়েও কাগিসো রাবাদা-জর্জ লিন্ডেদের দুর্দান্ত বোলিংয়ে ১৬ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে সমতায় ফিরলো প্রোটিয়ারা। আর অধিনায়ক হিসেবে প্রথম জয় পেলেন টেম্বা বাভুমা।


জয়ের জন্য ১৬৭ রানের লক্ষ্যে খেলতে নেমে দলকে ঝড়ো শুরু এনে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার এভিন লুইস ও আন্দ্রে ফ্লেচার। সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়া বোলারদের ওপর তাণ্ডব চালালেও এদিন বড় ইনিংস খেলতে পারেননি লুইস।


অ্যানরিক নরকিয়ারে বলে বোল্ড হয়ে লুইস সাজঘরে ফেরলে ভাঙে ৩১ রানের উদ্বোধনী জুটি। তিনটি চার ও এক ছয়ে ১৬ বলে ২১ রান করেছেন লুইস। আরেক ওপেনার ফ্লেচার ৩৫ রান করলেও সেটা খুবই ধীরগতিতে। ৩৫ রানে তুলতে ৩৬ বল খেলতে হয়েছে ডানহাতি এই ওপেনারকে। 


promotional_ad

এদিকে তিনে নামা ক্রিস গেইলকে বোল্ড আউট করে সাজঘরে ফেরান রাবাদা। এরপর ক্যারিবীয়দের চেপে ধরেন তাবরাইজ শামসি ও লিন্ডে। ফলে মাত্র ৭০ রানেই ৫ উইকেট হারায় স্বাগতিকরা। নিকোলাস পুরান, কাইরন পোলার্ড ও আন্দ্রে রাসেলরা ব্যর্থ হলেও শেষ দিকে তাণ্ডব চালিয়েছেন ফ্যাবিয়েন অ্যালেন। 


আরো পড়ুন

বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা

৭ জুলাই ২৫
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কাগিসো রাবাদা, এইডেন মার্করাম ও পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো

পাঁচ ছক্কার সাহায্যে মাত্র ১২ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলেছেন ফ্যাবিয়েন। রাবাদার এক ওভারে দুই ছক্কা মারার পর লুঙ্গি এনগিদির ওভারে মারেন তিন ছক্কা। তাঁকে সঙ্গ দেয়া জেসন হোল্ডার করেছেন ২০ বলে ২০ রান।


যদিও তাঁদের কেউই দলকে জেতাতে পারেননি। তাতে ১৫০ রানেই থামে ক্যারিবীয়দের ইনিংস। শেষ তিন ওভারে ৫৬ রান তুলতে না পারায় হার নিয়ে মাঠ ছাড়তে হয়ে ওয়েস্ট ইন্ডিজকে। দক্ষিণ আফ্রিকার হয়ে রাবাদা তিনটি, লিন্ডে দুটি আর একটি করে উইকেট নিয়েছেন নরকিয়া, এনগিদি ও শামসি।


এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান সংগ্রহ করেছিল দক্ষিণ আফ্রিকা। দলটির হয়ে বাভুমা ৪৬, রেজা হেনড্রিকস ৪২ আর কুইন্টন ডি কক করেছেন ২৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওবেড ম্যাককয় তিনটি আর কেভিন সিনক্লেয়ার দুটি উইকেট নিয়েছেন।


সংক্ষিপ্ত স্কোর:


দক্ষিণ আফ্রিকা: ১৬৬/৭ (ওভার ২০) (বাভুমা ৪৬, হেনড্রিকস ৪২, ডি কক ২৬, ম্যাককয় ৩/২৫, সিনক্লেয়ার ২/২৩)


ওয়েস্ট ইন্ডিজ: ১৫০/৯ (ওভার ২০) (ফ্লেচার ৩৫, ফ্যাবিয়েন ৩৪, লুইস ২১, হোল্ডার ২০, রাবাদা ৩/৩৭, লিন্ডে ২/১৯)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball