লুইস ঝড়ে উড়ে গেল দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


টেস্ট সিরিজে হতাশাজনক পারফরম্যান্সের পর টি-টোয়েন্টি সিরিজের প্রথমভাবে দারুণভাবে ঘুরে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। বড় লক্ষ্য তাড়ায় ৫ ওভার হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কাইরন পোলার্ডের দল। ৩৫ বলে ৭১ রানের বিধ্বংসী ইনিংস উপহার দিয়ে ম্যাচ সেরা হন ইভিন লুইস।


টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে'তে রিজা হেনরিক্সের উইকেট হারিয়ে বসে দক্ষিণ আফ্রিকা। দলীয় ৩৩ রানে তার বিদায়ের পর দলকে টেনে নেন কুইন্টন ডি কক এবং অধিনায়ক টেম্বা বাভুমা। তাদের ব্যাটেই দলীয় ৫০ পার করে প্রোটিয়ারা। 


দীর্ঘদিন পর দলে ফেরা আন্দ্রে রাসেল অবশ্য বোলিংয়ে এসেই ওয়েস্ট ইন্ডিজকে ব্রেক থ্রু এনে দেন। ৩৭ রান করা ডি কককে প্যাভিলিয়নের পথ দেখান এই অলরাউন্ডার। দুই ওপেনার ফিরলেও ভান ডার ডুসেন এবং বাভুমা মিলে দলকে এগিয়ে নিতে থাকেন।


দলীয় ১০০'র আগে বাভুমা বিদায় নিলেও রানের চাকা সচল রাখেন ডুসেন। কিন্তু হেনরিচ ক্লাসেন-ডেভিড মিলাররা তাকে বেশীক্ষণ সঙ্গ দিতে পারেননি। তারপরও একাই খেলে গিয়েছেন ডুসেন। তুলে নেন হাফ সেঞ্চুরিও।


promotional_ad

ডুসেনের অপরাজিত ৩৮ বলে ৫৬ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ১৬০ রানের পুঁজি পায় আফ্রিকা। ১৮ রান দিয়ে ২ উইকেট নেন ফ্যাবিয়ান অ্যালেন। ১৬১ রানের লক্ষ্যে নামা উইন্ডিজদের উড়ন্ত সূচনা এনে দেন আন্দ্রে ফ্লেচার এবং এভিন লুইস।


পাওয়ার প্লে'তে প্রোটিয়া বোলারদের ওপর রীতিমত তান্ডব চালান দুজন। ৭ ওভারে দলের স্কোর পৌঁছে যায় ৮৫ রানে। কিন্তু সে সময়েই রান আউটের ফাঁদে পরেন ফ্লেচার। ৩০ রান করে তিনি ফিরলেও ক্রিস গেইলকে সঙ্গে নিয়ে তান্ডব চালিয়ে যান লুইস।


হাফ সেঞ্চুরি তুলে নিয়ে সেঞ্চুরির স্বপ্নও দেখছিলেন লুইস। কিন্তু তার স্বপ্নে বাঁধা হয়ে দাঁড়ান তাব্রাইস শামসি। দলীয় ১২৪ রানে ৩৫ বলে ৭১ রান করা এই ব্যাটসম্যানকে বিদায় করেন তিনি।


উইকেট হারালেও পেছনে ফেরে তাকায়নি উইন্ডিজরা। আক্রমণাত্মক ব্যাটিং চালিয়ে যান গেইল। তার সঙ্গে যোগ হন আন্দ্রে রাসেলও। শেষ পর্যন্ত ৩০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছায় ওয়েস্ট ইন্ডিজ। গেইল ৩২ এবং রাসেল অপরাজিত থাকেন ১২ বলে ২৪ রান নিয়ে।


সংক্ষিপ্ত স্কোর-


দক্ষিণ আফ্রিকা- ১৬০/৬ (২০ ওভার) (ডুসেন ৫৬*, ফ্যাবিয়ান ২/১৮)


ওয়েস্ট ইন্ডিজ- ১৬১/২ (১৫ ওভার) (লুইস ৭১, শামসি ১/২৭)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball