রোচ-মায়ার্সের বোলিং তোপের দিনে প্রোটিয়াদের ত্রাতা ডুসেন-রাবাদা

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৭ জুলাই ২৫
প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার পেসারদের তোপে মুখে পড়ে মাত্র ১৪৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তবে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়ারা ব্যাট করতে নামলে এবার বল হাতে চেপে ধরেন কেমার রোচ ও কাইল মায়ার্স। এই দুজনের দুর্দান্ত বোলিংয়ে যখন ১০০ রানের নিচে অল আউট হওয়ার শঙ্কায় দক্ষিণ আফ্রিকা তখন ত্রাতা হয়ে আসেন কাগিসো রাবাদা ও রাসি ভ্যান ডার ডুসেন।
তাঁদের দুজনের ৭০ রানের জুটির বদৌলতে দ্বিতীয় ইনিংসে ১৭৪ রানের সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা। ৪৮ বলে ৪০ রান করে রাবাদা ফিরলেও ১৪২ বলে ৭৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ভ্যান ডার ডুসেন। ফলে প্রথম ইনিংসের ১৪৯ রানের লিডের সুবাদে ক্যারিবীয়দের ৩২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে প্রোটিয়ারা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোচ চারটি ও মায়ার্স নিয়েছেন তিনটি উইকেট।
জয়ের জন্য ৩২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে দ্বিতীয় ইনিংসে শুরুটা অবশ্য ভালো করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিন শেষে ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ১৫ রান তুলেছে স্বাগতিকরা। কিরণ পাওয়েল ২২ বলে ৯ আর ১৪ বলে ৫ রান করে অপরাজিত রয়েছেন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট।
এর আগে বৃষ্টির কারণে ভেস্তে যায় তৃতীয় দিনের প্রথম ইনিংস। এরপর আরও দুইবার বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়েছিল। এর মাঝে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। প্রথম ওভারে অ্যাইডেন মার্করাম ফেরার পর থিতু হওয়ার চেষ্টা করেন ডিন এলগার ও কেগান পিটারসেন।

এলগার ১০ ও পিটারসেন ২১ রান করে ফিরলে তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। ফলে মাত্র ৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে সফরকারীরা। প্রথম ইনিংসে ৯৬ রান করা কুইন্টন ডি ককও ফিরেছেন শূন্য রানে।
প্রোটিয়া ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখেছিলেন ভ্যান ডার ডুসেন। অষ্টম উইকেট জুটিতে তাঁকে দারুণভাবে সঙ্গ দেন রাবাদা। ৭০ রানের জুটি গড়ে দলকে অনেকটা টেনে তুলেন তাঁরা দুজন। হাফ সেঞ্চুরির আক্ষেপ নিয়ে রাবাদা ফিরলেও ৭৫ রানে অপরাজিত ছিলেন ভ্যান ডার ডুসেন।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস: ২৯৮/১০ (ওভার ১১২.৪) (ডি কক ৯৬, এলগার ৭৭, ভ্যারেইনে ২৭, মায়ার্স ৩/২৮, রোচ ৩/৪৫)
ওয়েস্ট ইন্ডিজ (প্রথম ইনিংস): ১৪৯/১০ (ওভার ৫৪) (ব্ল্যাকউড ৪৯, হোপ ৪৩, হোল্ডার ১০, মুল্ডার ৩/১, রাবাদা ২/২৪, এনগিদি ২/২৭)
দক্ষিণ আফ্রিকা (দ্বিতীয় ইনিংস): ১৭৪/১০ (ওভার ৫৩) (ডুসেন ৭৫*, রাবাদা ৪০, পিটারসেন ১৮, রোচ ৪/৫২, মায়ার্স ২৪)
ওয়েস্ট ইন্ডিজ (দ্বিতীয় ইনিংস, লক্ষ্য ৩২৪): ১৫/০ (ওভার ৬) (পাওয়েল ৯*, ব্র্যাথওয়েট ৫*)