১১ সিরিজের ৮টিতে হার, দায়ভার নিলেন বাউচার

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

হার্দিকের মতো ক্রিকেটারের অসম্মান প্রাপ্য না: বাউচার

২২ মার্চ ২৫
হার্দিক পান্ডিয়া ও মার্ক বাউচার

২০১৯ সালে দক্ষিণ আফ্রিকা দলের প্রধান কোচের দায়িত্ব নেন দেশটির উইকেটরক্ষক ব্যাটসম্যান মার্ক বাউচার। এরপর থেকেই যেন সাফল্য খুঁজে পাচ্ছে না দলটি। বাউচারের অধীনে খেলা ১১টি সিরিজের ৮ টিতেই হেরেছে প্রোটিয়ারা। অজুহাত নয় বরং এই সিরিজগুলো হারের সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বাউচার।


সম্প্রতি ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ফরম্যাটেই সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। সফরকারীরা তাদের বিপক্ষে ২-০ তে টেস্ট সিরিজ, ২-১ এ ওয়ানডে সিরিজ এবং ৩-১ এ টি-টোয়েন্টি সিরিজ জয় লাভ করে। শুধু তাই নয় এর আগে ইংল্যান্ড এসেও প্রোটিয়াদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল।


ফলে বাউচারের কোচিং দর্শন নিয়ে উঠেছে বেশ সমালোচনা। ১১টি সিরিজের ৮ টিতেই হার এমন পরিসংখ্যানের ক্ষেত্রে কোন অজুহাত নয় বরং এর সম্পূর্ণ দায়ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন বাউচার। তবে এই সিরিজগুলো জয়ের ক্ষেত্রে তাদের চেষ্টার কোন কমতি ছিল না বলেও জানান তিনি।


promotional_ad

এ প্রঙ্গে বাউচার বলেন, 'আমি এটার (হারের) সম্পূর্ণ দায়ভার গ্রহণ করছি এবং এটাই করা উচিত আমার। আমি এর থেকে পিছপা হব না। তবে এই মুহুর্তে আমি অনেক মর্মাহত, আমি বেশ কষ্ট পেয়েছি যেমনটা পরিচালনা ও কোচিং স্টাফের বাকী সদস্যরাও পেয়েছেন।'


তিনি আরো বলেন, 'আমরা এতে প্রচুর পরিশ্রম ও প্রচেষ্টা চালিয়েছি। তবে আমার কাছ এটা নিয়ে এখন উদ্বীগ্ন হবার সময় নেই কারণ আমি বুঝতে পারছি যে শেষ সময়ের মধ্যে আমরা কিছু করার চেষ্টা করব। আর সেজন্য আমরা কঠোর পরিশ্রম চালিয়ে যাব।'


পাকস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অবশ্য বেশ অনঅভিজ্ঞ দল নিয়েই মাঠে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কারণ কাগিসো রাবাদা, কুইন্টন ডি কক সহ দলটির ৫জন ক্রিকেটার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়েছিলেন। নতুনরা সুযোগ পাওয়ায় তাই পাকিস্তানের বিপক্ষে সিরিজ হেরে গেলেও ইতিবাচক অনেক কিছু খুঁজে পেয়েছেন বাউচার।


এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমাদের দলে যে ধরণের খেলোয়াড়ই থাক না কেন আমরা জয়ের চেষ্টা করেছি। কিন্তু এটা খুবই কঠিন ছিল। তা সত্ত্বেও এই সিরিজে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছি। অনেক ইতিবাচক ঘটনাও ঘটেছে। যাদের সুযোগ দেওয়া হয়েছিল তারা নতুন হিসেবেও দারুণ খেলেছে।'


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball