বাবরের সেঞ্চুরিতে সিরিজে এগিয়ে গেল পাকিস্তান

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

পাকিস্তান দলে ফিরলেন আফ্রিদি, টি-টোয়েন্টিতে ব্রাত্য বাবর

২৫ জুলাই ২৫
বাবর আজম ও শাহীন শাহ আফ্রিদি

অধিনায়ক বাবর আজমের অনবদ্য সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। ২০০ বা এর বেশি রান তাঁড়া করে এটাই তাদের প্রথম জয়। এই জয়ের ফলে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-১ এ এগিয়ে গেল বাবরের দল।


টসে জিতে ফিল্ডিংযের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক। আগে ব্যাট করে দক্ষিণ আফ্রিকা ২০৪ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দেয় সফরকারীদের। পাহাড়সম লক্ষ্য তাঁড়া করে ১২ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে পাকিস্তান।


তাদের জয়ের ভীতটা গড়ে দেন মূলত অধিনায়ক বাবর এবং মোহাম্মদ রেজওয়ান। এই দুজনে মিলে উদ্বোধনী জুটিতে যোগ করেন ১৯৭ রান। যা টি-টোয়েন্টি ক্রিকেটে চতুর্থ সর্বোচ্চ রানের রেকর্ড জুটি। আর রান তাঁড়া করার ক্ষেত্রেই এটাই সর্বোচ্চ।


promotional_ad

ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুণ খেলতে থাকেন বাবর। মাত্র ৪৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চরি তুলে নেন। যা টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড। আর পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে তৃতীয়।


সেঞ্চুরি করলেও অবশ্য দলের জয়ে শেষ পর্যন্ত থাকতে পারেননি বাবর। জয় থেকে ৭ রান দূরে থেকে পাকিস্তানী ব্যাটসম্যানদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ১২২ রানের রেকর্ড গড়ে লিজার্ড উইলিয়ামসের বলে আউট হয়ে যান তিনি। ফলে প্রথমবারের মতো ১০ উইকেটে জয়ের সুযোগ হাতাছাড়া হয় পাকিস্তানের।


বাবরের সঙ্গি রেজওয়ান শেষ পর্যন্ত ৪৭ বলে ৭৩ রান করে অপরাজিত থাকেন। আর ফখর জামান ২ বলে ৮ রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দেন। প্রোটিয়া বোলারদের দুঃস্বপ্নের দিনে ঐ একটি উইকেট উইলিয়ামসের।


এদিকে টসে হেরে ব্যাট করতে নেমে জনেমান মালান এবং এইডেন মার্করামের ঝড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০৫ রানের পাহাড়সম পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। এই দুজন ব্যাটসম্যান উদ্বোধনী জুটিতে যোগ করেন ১০৮ রান। ৩১ বলে ৬৩ রান করা মার্করামকে বোল্ড করে এই জুটি ভাঙেন মোহাম্মদ নেওয়াজ।


এরপর ২২ রান করা জর্জ লিন্ডেকে ফেরান ফাহিম আশরাফ। মালান আউট হয়ে যান ৪০ বলে ৫৫ রান করে। তার উইকেটটিও নেন নেওয়াজ। অধিনায়ক রসি ভ্যান ডার ডাসেনের ব্যাট থেকে আসে ১৫ রান। আর আনদিলে পেহলুকওয়াও ১১ রান করেন।


দলের সংগ্রহকে ২০০ রান পাড় করানোর কৃতিত্ব অবশ্য রসি ভ্যান ডার ডাসেনের। এই ডানহাতি ব্যাটসম্যান শেষ পর্যন্ত ২০ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ দাড়ায় ২০৫ রানে। পাকিস্তানের হয়ে ২ টি উইকেট শিকার করেন নেওয়াজ।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball