সহজ জয়ে সিরিজে ফিরলো দক্ষিণ আফ্রিকা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেটের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এই জয়ের ফলে সিরিজেও ফিরেছে প্রোটিয়ারা। প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তান জেতায় বর্তমানে ৪ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১ এ সমতা বিরাজ করছে।
টসে জিতে আগে ব্যাট করে পাকিস্তান ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। ১৪১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে এইডেন মার্করামের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৪ ওভারের মধ্যেই লক্ষ্যে পৌছে যায় দক্ষিণ আফ্রিকা।
৩০ বলে ৫৪ রান করে মার্করামই মূলত স্বাগতিকদের জয়ে ভিত গড়ে দেন। অধিনায়ক হেনরিক ক্লাসেন ৩৬ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ২০ রান করে অপরাজিত থাকেন জর্জ লিন্ডে।
এ ছাড়া উদ্বোধনি ব্যাটনম্যান জানেমান মালান ১৫ রানে এবং উইহান লুবে ১২ রানে আউট হয়ে যান। পাকিস্তানের বোলারদের মধ্যে ২টি উইকেট শিকার করে উসমান কাদির। আর ১টি করে উইকেট মোহাম্মদ হাসনাইন এবং হাসান আলির।

এদিকে আগে ব্যাট করতে প্রথম বলেই উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচের নায়ক মোহাম্মদ রিজওয়ানকে শূন্য রানে ফেরান জর্জ লিন্ডে। ৮ রানের বেশি করতে পারেননি শারজিল খানও।
ফলে ১০ রানেই ২ উইকেট হারায় সফরকারীরা। দলকে বিপর্যয় থেকে টেনে তোলেন অধিনায়ক বাবর আজম এবং মোহাম্মদ হাফিজ। বাবর ৫০ বলে ৫০ রান করে আউট হয়ে যান।
হাফিজ ২৩ বলে ৩২ রান করে লিন্ডের বলে সাজঘরের পথ ধরেন। এই দুজন আউট হবার পর আর কেউই দলের হাল ধরতে পারেননি। হায়দার আলি এবং হাসানই শুধু ১২ রান করে করতে পারেন।
ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে পাকিস্তান। তাদের এত কম রানে বেঁধে রাখার কৃতিত্ব লিন্ডে এবং লিজার্ড উইলিয়ামসের। দুজনই ৩টি করে উইকেট শিকার করেন।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
পাকিস্তান: ১৪০/৯ (ওভার ২০) (বাবর ৫০, হাফিজ ৩২; লিন্ডে ৩/২৩, উইলিয়ামস ৩/৩৫)
দক্ষিণ আফ্রিকা: ১৪১/৪ (ওভার ১৪) (মার্তরাম ৫৪, ক্লাসেন ৩৬*; কাদির ২/২৬)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী।