কলকাতার বিপক্ষে ফিরছেন ডি কক
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থানে নীতিশের বদলি সাউথ আফ্রিকার ‘নতুন’ ডি কক
৮ মে ২৫
কোয়ারেন্টাইনের সময়সীমা শেষ না হওয়ার কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা হয়নি কুইন্টন ডি ককের। তবে নিজেদের দ্বিতীয় ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের তাঁকে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেট অপারেশন্স পরিচালক জহির খান।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলায় একটু দেরিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) যোগ দিয়েছেন ডি কক। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে শেষেই ভারতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি।

৪ এপ্রিলে ভারতে পৌঁছে মুম্বাই সাতদিনের কোয়ারেন্টাইনে ছিলেন ডি কক। ভারত সরকারের বেধে দেয়া সাতদিনের কোয়ারেন্টাইন শেষ হওয়ায় অনুশীলনে ফিরেছেন তিনি। এর ফলে ১৩ এপ্রিল কলকাতার বিপক্ষে খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে।
এ প্রসঙ্গে জহির বলেন, ‘কুইন্টন তাঁর কোয়ারেন্টাইনে পেরিয়ে গেছে। গতকাল সে দলের সঙ্গে অনুশীন করেছে। এখন সে এবারের আসরে সামনের দিকে এগিয়ে যেতে চায়। হ্যাঁ, সে কালকের ম্যাচের (কলকাতার বিপক্ষে) জন্য উন্মুক্ত।’
ডি কক না থাকায় প্রথম ম্যাচে বেঙ্গালুরুর বিপক্ষে একাদশে জায়গা পেয়েছিলেন ক্রিস লিন। সুযোগ পেয়ে ব্যাট হাতে জ্বলে ওঠেছিলেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। দল হারলেও বেঙ্গালুরুর বিপক্ষে ৩৫ বলে ৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
গেল মৌসুমে মুম্বাইয়ের একাদশে নিয়মিতই খেলেছেন ডি কক। ব্যাট হাতেও দুর্দান্ত সময় পার করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এর ফলে ডি কক একাদশে ফিরলে কলকাতার বিপক্ষে জায়গা হারাতে পারেন লিন।