এক ম্যাচ না খেলেই দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
বছরান্তর ভেন্যু বাড়িয়ে হোম-অ্যাওয়ে বিপিএলের পথে হাঁটতে চায় বিসিবি
৬ ঘন্টা আগে
পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গেল ২৮ মার্চ বাংলাদেশ সফরে এসেছিল দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এখন পর্যন্ত চার খেললেও শেষ ম্যাচ খেলা হচ্ছে না এই দুই দলের।
মূলত করোনাভাইরাসের কারণে বাংলাদেশে লকডাউন দেয়ায় এক ম্যাচ না খেলেই দেশে ফিরতে হচ্ছে প্রোটিয়া মেয়েদের। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রবিবার (১১ এপ্রিল) শেষ হয়েছে বাংলাদেশ সরকারের ঘোষিত প্রথম দফার সাতদিনের লকডাউন। করোনার সংক্রমণ কমাতে ১৪ এপ্রিল থেকে সারাদেশে আবারও সাতদিনের লকডাউন দিয়েছে সরকার। এর ফলে সারা দেশেই গাড়ি চলাচল বন্ধ থাকবে।
এমনকি বিদেশের সঙ্গে বৈমানিক যোগাযোগ ব্যবস্থাও বন্ধ হতে পারে। সেটি হলে আটকে থাকতে হতে পারে প্রোটিয়া দলকে। সেই ঝুঁকি এড়াতেই মূলত এক ম্যাচ না খেলে দেশে ফিরছে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল।
৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতেই হেরেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম তিন ম্যাচে হেরে সিরিজ হারার পর চতুর্থ ম্যাচে প্রোটিয়ারা হেরেছে ১১০ রানে। মূলত নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি ও ফাহিমা খাতুন-সালমা খাতুনদের বোলিংদের কাছে হেরেছে দলটি।
এর আগে আয়ারল্যান্ড উলভস ও বাংলাদেশ ইমার্জিং দলের ক্ষেত্রেও এটি হয়েছিল। গেল মাসে একটি চারদিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল আয়ারল্যান্ড উলভস। তবে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় একটি টি-টোয়েন্টি ম্যাচ না খেলেই দেশ ছেড়েছিল আইরিশরা।