জ্যোতির সেঞ্চুরিতে বাঘিনীদের চারে চার
ছবি: বিসিবি

|| ডেস্ক রিপোর্ট ||
টি-টোয়েন্টি বিশ্বকাপে একই গ্রুপে ভারত, পাকিস্তান ও অস্ট্রেলিয়া
১৮ জুন ২৫
দ্বিতীয় ওয়ানডের পর চতুর্থ ম্যাচেও সেঞ্চুরি তুলে নিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। অধিনায়কের এমন সেঞ্চুরির দিনে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ ইমার্জিং নারী দল। এরপর ফাহিমা খাতুন-সালমা খাতুনদের দুর্দান্ত বোলিংয়ে ১১০ রানের জয় তুলে নিয়েছে জ্যোতির দল। ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম চারটিতেই জয় পেলো বাংলার বাঘিনীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক জ্যোতি। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশের দুই ওপেনার শামীমা সুলতানা ও মুর্শিদা খাতুন। ২১ বলে ১০ রান করে শামীমা ফিরলে ভাঙে এই দুজনের ১৬ রানের উদ্বোধনী জুটি।

শামীমার বিদায়ের পর অধিনায়ক জ্যোতিকে নিয়ে শুরুর বিপর্যয় সামাল দেন ওপেনার মুর্শিদা। এই দুজনের জুুটি থেকে আসে ৮২ রান। ৭৮ বলে ৪১ রান করে মুর্শিদা সাজঘরে ফিরলে ভাঙে তাঁদের এই জুটি। ইনিংসটি খেলতে কোনো ছক্কা না মারলেও ৫টি চার মেরেছেন বাঁহাতি এই ওপেনার।
বৃষ্টিতে ভেসে গেল ইমার্জিং দলের তৃতীয় দিনের খেলা
২৯ মে ২৫
মুর্শিদার বিদায়ের পর হাফ সেঞ্চুরি তুলে নেন জ্যোতি। ৭১ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ডানহাতি এই ব্যাটসম্যান। এদিন অবশ্য থিতু হতে পারেননি পুরো সিরিজে দারুণ ব্যাটিং করা ফারজানা হক পিঙ্কি। বেনেটির বলে তিনি ফিরেছেন মাত্র ১ রান করে। তবে জ্যোতিকে দারুণভাবে সঙ্গ দিয়েছেন সোবহানা মোস্তারি।
দারুণ ব্যাটিং করলেও ৫ রানের জন্য হাফ সেঞ্চুরির আক্ষেপে পুড়তে হয়েছে সোবহানাকে। ১ ছক্কা ও ৩ চারের সাহায্যে ৫২ বলে ৪৫ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। শেষ দিকে ১৬ বলে ২৫ রানের ঝড়ো ইনিংস খেলেছেন লতা মন্ডল। আর এই সিরিজে দ্বিতীয়বারের মতো সেঞ্চুরি তুলে নেন জ্যোতি।
সেঞ্চুরি তুলে নিয়ে ১৩২ বলে ১০১ রান করে অপরাজিত ছিলেন জ্যোতি। ২৫ রান করে অপরপ্রান্তে অপরাজিত ছিলেন লতা। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট ২৩৬ রান তুলে বাংলাদেশ ইমার্জিং নারী দল। প্রোটিয়াদের হয়ে একটি করে উইকেট নিয়েছেন জোনস, অ্যান্ডুস ও বেনেটি।
জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। ৬৬ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত থামে ১২৬ রানে। প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছেন আন্নে বোস। বাংলাদেশের হয়ে ৪টি ফাহিমা, ২টি সালমা এবং ১টি করে উইকেট নিয়েছেন রিতু মনি, নাহিদা আক্তার ও লতা।