পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলে নেই অধিনায়ক বাভুমা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল

২০ জুন ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরছে সাউথ আফ্রিকা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ চলাকালীনই ইনজুরির কারণে ছিটকে গিয়েছিলেন টেম্বা বাভুমা। ফলে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ফরম্যাটের এই অধিনায়কের।


ফলে তাঁর বদলি হিসেবে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন হেনরিক ক্লাসেন। টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণার সময় বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (এসএসি)। এদিন ১৮ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


promotional_ad

যেখানে বাভুমা ছাড়াও দলে রাখা হয়নি রেজা হেনড্রিক্স ও ডোয়াইন প্রিটোরিয়াসকে। শেষ ওয়ানডেতে বাভুমার হ্যামস্ট্রিংয়ের চোট এতটাই বাজে ছিল যে ম্যাচশেষে সংবাদ সম্মেলনেও আসতে পারেননি তিনি। তাঁর বদলি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন প্রোটিয়াদের প্রধান কোচ মার্ক বাউচার।


প্রোটিয়া ইনিংসের ২২তম ওভারে ব্যাটিং করার সময়ে চোট পেয়েছিলেন বাভুমা। এরপর তখনই মাঠে ফিজিও তাঁকে পর্যবেক্ষণ করে। ম্যাচশেষে চোটের কারণে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। এদিকে সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন হেনড্রিকস আর ইনজুরি থেকে সেরে না ওঠায় টি-টোয়েন্টি দলে নেই প্রিটোরিয়াস।


ওয়ানডে সিরিজে ভালো করার সুবাদে টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন উইয়ান মুল্ডার, ড্যারেন ডুপাভিলন ও অ্যান্ডিলে ফ্লেকওয়ে। ইনজুরির কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে না পারলেও টি-টোয়েন্টি দলে রয়েছেন রাসি ভ্যান ডার ডুসেন। টি-টোয়েন্টি দলে রয়েছেন অ্যাইডেন মার্করামও।


দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি দল: হেনরিক ক্লাসেন (অধিনায়খ), বেজর্ন ফোর্টুইন, আইডেন মার্করাম, অ্যান্ডিলে ফ্লেকওয়ে, বেউরান হেনড্রিক্স, জর্জ লিন্ডে, রাসি ভ্যান ডার ডুসেন, জানেমান মালান, সিসান্দা মাগালা, উইয়ান মুল্ডার, তাবরাইজ শামসি, লুথো সিপামলা, কাইল ভ্যারানে, পাইট ভ্যান বিলজোন, ড্যারেন ডুপাভিলন, মিগেল প্রিটোরিয়াস, লিজাড উইলিয়ামস, উইয়ান লুবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball