ডি ভিলিয়ার্স এখনও তরুণ!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জুয়ায় হেরে বিসিসিআই থেকে আইপিএলের ২৬১টি জার্সি চুরি
১৮ ঘন্টা আগে
তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। বয়স ছুঁয়েছে ৩৭ এ কোঁটা, এখনো খেলে চলেছেন আইপিএল সহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ।
বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আইপিএল খেলতে ভারতে অবস্থান করছেন তিনি। সেখানেই জানালেন বয়স ৩৭ হলেও অন্য যে কোন সময়ের চেয়ে নিজেকে নাকি বেশি ফিট এবং তরুণ মনে হচ্ছে ডি ভিলিয়ার্সের।
বেঙ্গালুরুকে দেয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, 'আমার বেশ কয়েকটি প্রশিক্ষণ সেশন ছিল, প্রচুর ফিটনেসের কাজ ছিল, প্রচুর জিমের কাজ ছিল। আমি নিজেকে প্রস্তুত মনে করছি এবং আমাকে যে কোন সময়ের চেয়ে অনেক তরুণ মনে হচ্ছে।'

এবারের আইপিএল ডি ভিলিয়ার্সের ১০তম আইপিএল। বেঙ্গালুরুর সঙ্গেই অনেকদিন ধরেই আছেন তিনি। অথচ দলটিকে শিরোপা জেতাতে পারেননি। তাই এ বছরটা কাজে লাগাতে চান ডি ভিলিয়ার্স।
তিনি বলেন, 'এখানে থাকা খুব উপভোগ্য। আরসিবি ছেলেদের সাথে আর একটি আইপিএল খেলতে পেরে আমি খুব উচ্ছ্বসিত এবং এই বছর খুব মজা করতে যাচ্ছি। এখন মাঠে নামার জন্য মুখিয়ে আছি।'
এবারবের আইপিএলের ১৪তম আসর শুরু হবে আগামী ৯ এপ্রিল। আর প্রথম দিনই বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে ডি ভিলিয়ার্সের দল বেঙ্গালুরু।