প্রোটিয়া শিবিরে আবারও দুঃসংবাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

শিরোপা জেতানো বাভুমা-রাবাদা-মার্করামদের ছাড়াই সাউথ আফ্রিকার টেস্ট দল

২০ জুন ২৫
টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফি নিয়ে দেশে ফিরছে সাউথ আফ্রিকা

ঘরের মাঠে পাকিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) কারণে দলের সঙ্গে ছিলেন না নিয়মিত ৬ ক্রিকেটার। শনিবার থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজ শুরুর আগে আবারও দুঃসংবাদ হানা দিল প্রোটিয়া শিবিরে।


শেষ ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। সেই চোট এতটাই বাজে ছিল যে ম্যাচশেষে সংবাদ সম্মেল??েও আসতে পারেননি তিনি। তাঁর বদলে সংবাদ সম্মেলনে আসা প্রোটিয়া হেড কোচ মার্ক বাউচার নিশ্চিত করেছেন বাভুমার চোটের কথা। এর আগে ইনজুরিতে ছিটকে গেছেন ভ্যান ডার ডুসেনও।


promotional_ad

প্রোটিয়া ইনিংসের ২২তম ওভারে ব্যাটিং করার সময়ে চোট পেয়েছিলেন বাভুমা। এরপর তখনই মাঠে ফিজিও তাঁকে পর্যবেক্ষণ করে। ম্যাচশেষে চোটের কারণে খুড়িয়ে হাঁটতে দেখা গেছে তাঁকে। টি-টোয়েন্টি সিরিজে তাই তাঁর থাকা অনেকটাই অনিশ্চিত। আইপিএলের কারণে একঝাক শীর্ষ ক্রিকেটারদের পর বাভুমার অনুপস্থিতি তাই টি-টোয়েন্টি সিরিজে ব্যাকফুটে ঠেলে দিল স্বাগতিকদের।


আরো পড়ুন

হার্দিকের মতো ক্রিকেটারের অসম্মান প্রাপ্য না: বাউচার

২২ মার্চ ২৫
হার্দিক পান্ডিয়া ও মার্ক বাউচার

বাউচার বলেন, টেম্বা খুব শক্ত মানুষ। তাই আপনি যখন তাঁকে খোঁড়াতে দেখবেনে এবং ড্রেসিং রুমে এটা আরও বেশি খারাপ অবস্থায় পরিণত হবে, যেভাবে সে হাঁটছিল আমার ধারণা সে গুরুতর কোন চোট পেয়েছে। তাঁকে দেখে মনে হচ্ছিল সে যন্ত্রণা পাচ্ছে। এটা ভালো দেখাচ্ছিল না যা কিনা আমাদের আরও খারাপ অবস্থানে ঠেলে দিল।’


ওয়ানডে সিরিজ পরাজয়ের পর প্রোটিয়াদের লক্ষ্য এবার ২০ ওভারের ক্রিকেটে। যদিও পাকিস্তানের বিপক্ষে খর্বশক্তির এই দল নিয়ে লড়াই করাটা যে কঠিন হবে তা মানেন বাউচার। তবে দলের জয়ের জন্য সিনিয়র ক্রিকেটারদের জ্বলে ওঠার তাগিদ দিয়েছেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।


তিনি বলেন, ‘আমাদের অনেক কাজ বাকি রয়েছে। সিনিয়র ক্রিকেটারদের দলের হয়ে ম্যাচ জেতানো শুরু করা উচিত। আমি জানি, তাঁরা সে চেষ্টা বেশ ভালোভাবেই করছে, তবে এটাই একমাত্র পথ। আমাদের সিনিয়র ক্রিকেটারদের কঠিন সময়গুলোতে উঠে দাঁড়াতে হবে, চাপের সময়ে। তবে দূর্ভাগ্যজনকভাবে সেরকম ঘটনা আমরা চাইলেও খুব বেশি দেখা যায় না।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball