ইনজুরিতে দক্ষিণ আফ্রিকা সফর শেষ শাদাবের

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ফাইনাল হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতো ভারত

১৭ ঘন্টা আগে
ফাইনাল হলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বয়কট করতো ভারত, ফাইল ফটো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় চোট পেয়েছিলেন শাদাব খান। সেই চোটে চলমান প্রোটিয়া সিরিজ এবং আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকে ছিটকে যেতে হলো তাঁকে। এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এমনটাই জানিয়েছে আজ।


দ্বিতীয় ম্যাচে ২৩ বলে ১৩ রান করে ফেরেন শাদাব। সেই ম্যাচে ব্যাট করার সময় বা পায়ের গোড়ালিতে বলের আঘাত পান তিনি। এই চোটে অন্তত চার সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে পাকিস্তানি এই অলরাউন্ডারকে। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের বাকি ম্যাচ এবং জিম্বাবুয়ে সিরিজের পুরোটা থেকে ছিটকে গেলেন তিনি।  


promotional_ad

টুইটারে নিজের ইনজুরির কথা নিজেই জানিয়েছেন শাদাব। তিনি লেখেন, ‘বল পায়ে লাগায় পাওয়া চোটে এই সফর থেকে ছিটকে গিয়েছি আমি। নিজের সর্বোচ্চটা উজাড় করে আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি, যদিও বা সেরকম কোন পারফরমেন্স এখনো করতে পারিনি। ইনশাল্লাহ পরিশ্রমের ফল আমি পাবো। আমি ফিরবো এবং আবারও পাকিস্তানকে ম্যাচ জেতাতে সাহায্য করবো।’


বিষয়টি নিয়ে পিসিবির এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ম্যাচের পরে করা এক্স রে রিপোর্টে 'ইন্ট্রা আর্টিকুলার কমিউনিকেটেড ফ্র্যাকচার' ধরা পরেছে। যদিও সেখানে কোন প্রকার চিড় বা ফাটল ধরা পরেনি। চার সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে সে ক্রিকেটে ফিরতে পারবেন।’


২২ বছর বয়সী এই অলরাউন্ডার যেন ইনজুরি থেকেই পিছু ছাড়াতে পারছেন না। বা পায়ের চোটের আগে কুঁচকির চোট এবং হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতেও বেশ লম্বা সময় ধরে ভুগেছেন এই ক্রিকেটার। গত বছরের জিম্বাবুয়ে সফরের আগেও চোটে পড়েছিলেন তিনি। সেবার কুঁচকির চোটে ছিটকে যেতে হয়েছিল তাঁকে।


দক্ষিণ আফ্রিকা সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত ছিলেন শাদাব। প্রথম ওয়ানডেতে তাঁর কিপ্টে বোলিংয়ের সুবাদে তিন উইকেটের জয় পায় পাকিস্তান। তবে দ্বিতীয় ম্যাচে বল হাতে খুব বেশি কিছু করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ম্যাচে তাই এই অলরাউন্ডারের অভাব ভোগাতে পারে পাকিস্তানকে।   



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball