প্রথম দুই ম্যাচে অনিশ্চিত নরকিয়া-রাবাদারা!

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৭ জুলাই ২৫
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) খেলা চলাকালীন ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। তবে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তিতে থাকা ৫ ক্রিকেটারকে ইতোমধ্যে ছাড়পত্র দিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট (সিএসএ)।
ছাড়পত্র পেলেও নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের সঙ্গে খেলা হচ্ছে না দিল্লি ক্যাপিটেলসের কাগিসো রাবাদা ও অ্যানরিখ নরকিয়ার। মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি ও ভারতে পৌঁছে কোয়ারেন্টাইনের সময়সীমার কারণে খেলা হবে না তাঁদের।

২ এপ্রিল থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। যা চলবে ৭ এপ্রিল পর্যন্ত। এরপরই আইপিএলের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে রাবাদাদের। তবে ভারতে এসে ৭ দিনের কোয়ারেন্টাইনের কারণে ১০ এপ্রিল চেন্নাইয়ের বিপক্ষে মাঠে নামা হচ্ছে না তাঁদের।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে নরকিয়ার বদলি বশ
৯ ফেব্রুয়ারি ২৫
৭ এপ্রিল ভারতে পৌঁছে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা। নিয়ম অনুযায়ী, ১৪ এপ্রিল শেষ হবে তাঁদের কোয়ারেন্টাইন। এরপরই ম্যাচ খেলার জন্য বিবেচিত হবেন তাঁরা। রাবাদা-নরকিয়ার মতো প্রথম ম্যাচে খেলা হচ্ছে না লুঙ্গি এনগিদিরও।
ইনসাইড স্পোর্টসের দাবি অনুযায়ী, এক কিংবা দুটি ম্যাচ মিস করতে পারেন রাবাদা-নরকিয়ারা। শুধু তাই নয় প্রথম ম্যাচ মিস করতে পারেন মুম্বাই ইন্ডিয়ান্সের কুইন্টন ডি কক ও পাঞ্জাব কিংসের ডেভিড মিলারও।
গেল মৌসুমে দিল্লির হয়ে দারুণ সময় পার করেছেন রাবাদা ও নরকিয়া। আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২০ আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন রাবাদা। দিল্লির হয়ে ১৭ ম্যাচে নিয়েছিলেন ৩০টি উইকেট। দুটি ম্যাচে পেয়েছেন ৪টি করে উইকেট। প্রথম ম্যাচে তাঁর না থাকা সঙ্গে শ্রেয়াস আইয়ারের পুরো মৌসুম থেকে ছিটকে যাওয়া অনেকটা ভোগাবে দিল্লিকে।