নেপালে খেলবেন ডি ভিলিয়ার্স

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নেপালের ক্রিকেটের জন্য দারুণ সুখবর। দেশটির ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলতে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এ বি ডি ভিলিয়ার্সকে। খবরটি নিশ্চিত করেছেন ইপিএলের ব্যবস্থাপনা পরিচালক আমির আখতার।


ইপিএলের চতুর্থ আসর হবার কথা ২০১৯ সালে। এরপর সেটি পিছিয়ে করা হয় ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে। কিন্তু স্পন্সরশীপ জটিলতায় তা আবার পিছিয়ে করা হয় একই বছরের মার্চ মাসে। কিন্তু করোনা ভাইরাসের কারণে গত বছরও এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হতে পারেনি।


promotional_ad

তিন দফা তারিখ পিছিয়ে অবশেষে এ বছরের ২৫ সেপ্টেম্বর শুরু হবার কথা রয়েছে নেপালের এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যেখানে খেলতে দেখা যাবে ৩৬০ ডিগ্রি খ্যাত ব্যাটসম্যান ডি ভিলিয়ার্সকে। ২০২০ সালে প্রস্তাব দেয়া হলেও খেলতে চাননি তবে এবারে খেলতে সম্মতি জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই অধিনায়ক।


নেপালের ক্রিকেটকে বিশ্বমানের করে গড়ে তুলতে ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারদের ইপিএলে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান আমির। তিনি বলেন, 'আমরা ইপিএলের জন্য শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়ে আসতে এবং নেপালে বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বজায় রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করছি।'


ডি ভিলিয়ার্সের খেলা প্রসঙ্গে আমির বলেন, 'আমরা আগের মৌসুমেও এবি ডি ভিলিয়ার্স আনার চেষ্টা করেছি কিন্তু তিনি আসেননি।এবারের জন্য তিনি এখানে আসতে সম্মত হয়েছেন। এর মধ্যে যদি কিছু না আসে তবে তিনি অবশ্যই নেপালের মাঠে খেলবেন এবং দর্শকদের বিনোদন দেবেন।'


ডি ভিলিয়ার্স ছাড়াও ইপিএলের এবারের আসরে খেলতে দেখা যাবে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ক্রিস গেইলকে। গত আসরেই তিনি পোখরা রাইনোজ নামের একটি দলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এ ছাড়াও খেলার কথা রয়েছে কেভিন ও ব্রায়েন, পল স্টার্লিং, রিচার্ড লেভিদের মতো বিদেশী ক্রিকেটারদের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball