ধোনির মাঝে নিজেকে দেখেন ক্লুজনার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ওভালের বৃষ্টি ও ভারতের বিপর্যয় সামলে ৩১৪৯ দিন পর নায়ারের হাফ সেঞ্চুরি
৬ ঘন্টা আগে
ল্যান্স ক্লুজনার। ১৯৯৯ বিশ্বকাপের কথা রোমন্থন করলে এই প্রোটিয়া ক্রিকেটারের নাম উঠে আসবে সবার আগে। সেবার শুধু বিশ্বকাপটাই জেতা হয়নি তাঁর। ক্লুজনার ছিলেন মারকুটে স্বভাবের এক ক্রিকেটার। মিডল অর্ডারে নেমে বোলারদের শাসন করাতেই বেশি স্বাচ্ছন্দ্য পেতেন তিনি।
বর্তমানে আফগানিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্বে থাকা ক্লুজনার মনে করেন, বর্তমান ক্রিকেটে মহেন্দ্র সিং ধোনির ভেতর নিজেকে দেখতে পান তিনি। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্লুজনার এবং ভারতের হয়ে ধোনি- দলের হয়ে এই দুজনের কাজটা প্রায় একই ছিল। স্বভাবেও এই দুজনে বড্ড মিল।

২২ গজে নেমেই আক্রমণাত্মক ব্যাটিং করে রানের গতি বাড়ানোয় এই দুজনের তুলনা নেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরাট কোহলি আর ধোনির ব্যাপারে প্রশ্ন করা হলে তাই উইকেটরক্ষক ব্যাটসম্যানকেই বেঁছে নেন সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার।
কোহলিকে অন্যতম সেরা ব্যাটসম্যান মানলেও ধোনির খেলা শেষ করে আসার ক্ষমতাকে অতুলনীয় মনে করেন এই সাবেক প্রোটিয়া অলরাউন্ডার। লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের নিয়ে ধোনি যেভাবে ম্যাচ বের করে আনেন তা দেখতেও উপভোগ করেন তিনি।
ক্লুজনার বলেন, ‘তাঁরা (ধোনি এবং কোহলি) এই খেলার সত্যিকারের কিংবদন্তি। তাঁরা যেভাবে নিজের দলকে স্বাচ্ছন্দ্যে জেতায় তা দেখতে আমি পছন্দ করি। ম্যাচকে গভীরে নিয়ে যাওয়া এবং শেষ দিককার ব্যাটসম্যান নিয়ে খেলা শেষ করাতে ধোনির জবাব নেই। যখন আমি তাঁর দিকে তাকাই তখন আমি নিজেকে দেখতে পাই। তবে কোহলির মতো ক্রিকেটার ইনিংসের অধিকাংশ সময় ব্যাট করে ম্যাচের নেতৃত্ব দেয়।
যদিও কোহলির কাজটাকে আরও বেশি কঠিন বলে মনে করেন ক্লুজনার। ধোনি দলের রানকে গতিশীল করলেও কোহলিদের ইনিংসের শুরু থেকে ব্যাট করে যাওয়ার ক্ষমতার কারণে বর্তমান ভারত অধিনায়ককে অন্য শ্রেনীতে বিবেচনা করেন এই দক্ষিণ আফ্রিকান।
তিনি বলেন, ‘আমার মতোই ধোনি একজন আক্রমণাত্মক ব্যাটসম্যান। শুরুর বল থেকেই বোলারদের উপর চড়াও হতে থাকে এবং দলের রানের গতিকে ত্বরান্বিত করে। কোহলির তুলনায় আমাদের কাজটা কিছুটা সহজ। মানসম্পন্ন বোলারদের বিপক্ষে টপ অর্ডারে ব্যাট করে ইনিংসকে এগিয়ে নিয়ে যাওয়া কঠিন কাজ। এ জন্যেই আমি মনে করি কোহলি ভিন্ন শ্রেনীর অন্তর্গত।’