সালমাদের বিপক্ষে খেলতে প্রোটিয়া নারী ইমার্জিং দলের স্কোয়াড ঘোষণা

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


এপ্রিলের প্রথম সপ্তাহে বাংলাদেশ ইমার্জিং নারী দলের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল। এই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ)।


এই দলের অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন প্রোটিয়া নারী দলের উইকেটরক্ষক সিনালো জাফটা। এছাড়াও ভারতের বিপক্ষে চলমান সিরিজের ক্যাম্পে থাকা নারী ক্রিকেটার অ্যানেক বোস, ননদুমিসো সাঙ্গাসে এবং ফায়ে তুনিক্লিফও আছেন এ স্কোয়াডে।


করোনা বিরতির পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশের নারী ক্রিকেটারদের প্রথম আন্তর্জাতিক সিরিজ। দক্ষিণ আফ্রিকা জাতীয় দল ভারতের সঙ্গে সিরিজ খেললেও তাদের ইমার্জিং দলেরও এটাই প্রথম সফর। এ নিয়ে তাই বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন সিএসএর হাই পারফরম্যান্স ম্যানেজার ভিনসেন্ট বার্নস।


promotional_ad

তিনি বলেন, 'এই সফর অনুমোদিত এবং চূড়ান্ত করা উভয় ক্রিকেট বোর্ডের পক্ষে একটি বড় অর্জন। কারণ মহামারীজনিত কারণে দীর্ঘ দিন ধরেই দুই দলই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাইরে ছিল। ফলে দুই দলই প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে আগ্রহী।'


এই ম্যানেজার আরো বলেন, 'আমরা যে স্কোয়াডটি বাছাই করেছি তা বেশ শক্তিশালী। যাদের অনেকেরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা আছে। তবে বাস্তবতাটি হল এই খেলোয়াড়রা এখনও তরুণ এবং তারা আন্তর্জাতিক মঞ্চে সফল হওয়ার জন্য মুখিয়ে আছে।'


পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ২৮ তারিখে ঢাকায় পা রাখবে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী ক্রিকেট দল। ঢাকায় এসে সিলেটের উদ্দেশ্যে রওনা দিবে তারা। সিলেট পৌঁছে করোনা পরীক্ষার পর টিম হোটেলে তিন দিন কোয়ারেনটাইনে থাকতে হবে তাদের।


৪ এপ্রিল শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজের বাকি চার ম্যাচ হবে যথাক্রমে ৬, ৮, ১১ ও ১৩ এপ্রিল। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে নয়টায়।


দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দল স্কোয়াড: অ্যান্ড্রি স্টেইন, অ্যানেক বোস, অ্যানরি ডাকসেন, লেয়া জোন্স, ফাই টনিক্লিফ, জ্যাড ডি ফিগুয়ারিডো, জেনে উইনস্টার, খায়াকাজী ম্যাঠে, ক্রিস্টি থমসন, ননডুমিসো প্রিসিয়াস শ্যাঙ্গাসে, মিশেল অ্যান্ড্রুজ, ননকুলিউকো বেনেটি, রোবিনো সেরলি, সিনালো জাফটা এবং টেবেগো ম্যাকে।


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball