অস্ট্রেলিয়ার না, পাকিস্তানের হ্যা!

 সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আফ্রিকার দেশগুলোতে করোনার দ্বিতীয় প্রকোপ বৃদ্ধি পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছিল অস্ট্রেলিয়া। এবার সেই দেশেই ৩ টি ওয়ানডে এবং ৪ টি টি-টোয়েন্ট খেলতে যাচ্ছে পাকিস্তান। আগামী ২ এপ্রিল থেকে ১৬ এপ্রিল সেখানে সংক্ষিপ্ত ফরম্যাটের সিরিজ দুটি খেলবে তারা। ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচই দক্ষিণ আফ্রিকার অঙ্গরাজ্য হিগবেল্টের ওয়ান্ডার্স এবং সুপার স্পোর্ট পার্কে অনুষ্ঠিত হবে।


আগামী ২৬ মার্চ দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে উড়াল দেবে পাকিস্তান। সেখানে পৌছানোর পর তাদের কোয়ারেন্টাইনে থাকতে হবে। ধারণা করা হচ্ছে 'আইরনি কান্ট্রি ক্লাবে' কোয়ারেন্টাইন থাকবে সফরকারীরা। যেখানে এর আগে শ্রীলঙ্কা দল কোয়ারেন্টাইন পালন করেছিল। যদিও সফরে তিনটি ওয়ানডে এবং টি-টোয়েন্ট খেলার কথা ছিল বাবর আজমের দলের।


পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) অনুরোধে একটি টি-টোয়েন্টি বৃদ্ধি করে চারটি করা হয়। এ ছাড়া ওয়ানডে সিরিজের একটি ম্যাচ পিংক ডে ম্যাচ হিসেবে গন্য হবে। কেননা এই ম্যাচের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারে আক্রান্তদের জন্য অর্থ সংগ্রহ করা হবে। দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের এই কঠিন সময়ে দেশটিতে সফর করায় পিসিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সিএ'র ক্রিকেট পরিচালক গ্রায়েম স্মিথ।


promotional_ad

তিনি বলেন, 'স্বল্প সময়ের মধ্যে আমাদের অনুরোধে সম্মতি জানানোয় এবং সফরের দৈর্ঘ্য বাড়িয়ে চারটি টি-টোয়েন্টি খেলতে রাজি হওয়ায় আমরা পিসিবির প্রতি কৃতজ্ঞ। সীমিত ওভারের অন্যতম বিপজ্জনক দল হিসাবে পাকিস্তান কয়েক বছর ধরে তাদের অবস্থান প্রমাণ করে চলেছে। আমি নিশ্চিত যে তারা প্রোটিয়াদের কঠোর পরীক্ষা নেবে। এই সফরে বহুল প্রতিক্ষিত গোলাপী ওয়ানডে অনুষ্ঠিত হবে। খেলোয়াড়, দর্শক এবং সকলেই এই প্রতীক দিবসের জন্য অপেক্ষায় রয়েছে।'


বর্তমানে পাকিস্তান সফর করছে দক্ষিণ আফ্রিকা। যেখানে তারা দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্ট সিরিজ খেলছে। মূলত অস্ট্রেলিয়া তাদের পূর্ব নির্ধারিত দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করায় আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিল দেশটির ক্রিকেট বোর্ড। এই কঠিন সময় দেশটিতে সফর করে তাদের সহয়তা করতে পারায় বেশ আনন্দিত পিসিবির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরিচালক জাকির খান।


তিনি বলেন, 'আমরা এই কঠিন সময়ে আমাদের সহযোগী সদস্য দেশকে সহায়তা করতে পেরে আনন্দিত। আইসিসির সদস্য হিসাবে একসঙ্গে আমাদের খেলা এবং এর কল্যাণ দেখাশোনা করার সম্মিলিত দায়িত্ব রয়েছে। দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের সম্পর্ক দীর্ঘস্থায়ী এবং পারস্পরিক মূল্যবান একটি সম্পর্ক। তাদের অনুরোধ রক্ষা করা আমাদের পক্ষে সহজ সিদ্ধান্ত ছিল। আমরা সবাই একটি সফল সফরের প্রত্যাশায় রয়েছি।'


 


 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball