পাকিস্তানে খেলতে পেরে উচ্ছ্বসিত রাবাদা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা
৭ জুলাই ২৫
দীর্ঘ ১৪ বছর পর পাকিস্তানে সফরে গেছে দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে উপমহাদেশের এই দেশটিতে সর্বশেষ খেলতে গিয়েছিল প্রোটিয়া বাহিনী। ফলে বিশ্বের বিভিন্ন দেশে খেললেও পাকিস্তানে খেলা হয়নি কাগিসো রাবাদার। প্রথমবার দেশটিতে খেলতে পেরে তাই বেশ উচ্ছ্বসিত এই গতি তারকা।
২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকেই বহু বছর পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ ছিল। এরপর ক্রিকেট ফেরাতে বিভিন্ন উদ্যোগ নেয় দেশটির ক্রিকেট বোর্ড। পাকিস্তান সুপার লিগ (পিএসএল) সহ বিশ্ব একাদশ, এমসিসি, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের মতো দল দেশটিতে সফর করে।

শীর্ষ টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে দক্ষিণ আফ্রিকাই প্রথম পাকিস্তান সফর করছে। কিন্তু রাবাদার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটে ২০১৪ সালে। যে কারণে বিশ্বের বিভিন্ন দেশে খেললেও পাকিস্তান সফর করা হয়নি তাঁর। প্রথমবারের মতো উপমহাদেশের এই দেশটিতে খেলতে পেরে তাই নিজের অনুভূতি প্রকাশ করলেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে রাবাদা বলেন, 'এটাই প্রথমবার আমি পাকিস্তানে খেলতে এসেছি। এটা দারুণ অনুভূতি। এটাই ছিল একমাত্র জায়গা যেখানে এর আগে আমি খেলিনি। এখানে খেলার সুযোগ পেয়ে আমি খুবই উচ্ছ্বসিত।'
উপামহাদেশের দেশগুলোর উইকেট সাধারণত স্পিন সহায়ক হয়। পেস বোলারদের জন্য তখন সেই উইকেটটাই হয়ে ওঠে কঠিন পরীক্ষার। বিশ্বের দ্রুত গতির বোলার বোলার রাবাদাও তাই স্বীকার করছেন। তাঁর মতে উপমহাদেশের উইকেটগুলো পেস বোলারদের মানসিক এবং শারীরিক পরীক্ষাও নেয়।
এ প্রসঙ্গে রাবাদা আরো বলেন, 'অন্য টেস্টের মতোই এখানে খেলা বেশ কষ্টের। বিশেষ করে উপমহাদেশে, যেখানে আপনাকে প্রচুর ধৈর্যশীল হতে হয়। এখানে আপনার মানসিক পরীক্ষায় দিতে হয়। এমনকি এটি আপনার শারীরিক ফিটনেসের পরীক্ষায়ও নেবে।'