‘এখন এক ম্যাচ দেখেই জাতীয় দলে নেয়া হয়’

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের মেন্টর ইউনিস খান

৮ জানুয়ারি ২৫
চ্যাম্পিয়ন্স ট্রফি উপলক্ষে আফগান শিবিরে যোগ দিলেন ইউনিস খান, ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে অভিজ্ঞ দল নিয়ে মাঠে নামলেও পেরে উঠতে পারেনি পাকিস্তান। ফলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে নামার আগে তারুণ্য নির্ভর দল ঘোষণা করেছে পাকিস্তান। যেখানে সুযোগ দেয়া হয়ে নতুন ৯ ক্রিকেটারকে। দল নির্বাচনের ক্ষেত্রে সঠিক পন্থা অবলম্বন করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন ব্যাটিং কোচ ইউনিস খান।


তিনি মনে করেন, টেস্ট ক্রিকেটার হওয়ার জন্য ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা থাকাটা খুবই গুরুত্বপূর্ণ। অন্যান্য দেশের ক্রিকেটাররা যেখানে ১০০ প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়ে জাতীয় দলে সেখানে অভিজ্ঞতা ছাড়াই দলে আসছেন পাকিস্তানের ক্রিকেটাররা।


promotional_ad

পাকিস্তানের দল নির্বাচনের ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স পর্যাপ্ত যাচাই-বাছাই না করেই নির্বাচকরা খেলোয়ারদের জাতীয় দলে নিচ্ছেন। যে কারণে টেস্ট ক্রিকেটে মানিয়ে নিতে বেগ পেতে হচ্ছে ক্রিকেটারদের। ফলে এসব ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে মানিয়ে নিতে না পারার কারণে দ্রুতই হারিয়ে যান বলে জানান তিনি।

এ প্রসঙ্গে ইউনিস বলেন, ‘আদর্শগতভাবে জাতীয় দলের জন্য নির্বাচিত হওয়ার আগে একজন খেলোয়াড়ের প্রচুর ক্রিকেট অভিজ্ঞতা থাকা উচিত। যখন আমরা খেলোয়াড়দের বিষয়ে সফল দলগুলো নিয়ে কথা বলি তখন তারা ১০০টির বেশি প্রথম শ্রেণির ম্যাচে খেলার অভিজ্ঞতা থাকে। কিন্তু আমরা সেটা মিস করতেছি। টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলার পরই আমরা অনেক খেলোয়াড়কে দলে অন্তুর্ভূক্ত করছি। ফলে টেস্ট ক্রিকেটে আপনার ভূমিকা বুঝে উঠতে এবং এক ফরম্যাট থেকে অন্য ফরম্যাটে রুপান্তর করতে সময় লাগে।’


আরো পড়ুন

হুইলচেয়ারে না যাওয়া পর্যন্ত থামবো না: মালিক

১৪ ঘন্টা আগে
কথা বলছেন শোয়েব মালিক

২০১০ সালের জানুয়ারির পর থেকে পাকিস্তান টেস্ট দলে অভিষেক হয়েছে ৪৩ জন ক্রিকেটারের। কিন্তু তাদের মধ্যে শুধুমাত্র আজহার আলী, আসাদ শফিক এবং সরফরাজ আহমেদই ত্রিশের অধিক টেস্ট খেলেছেন। আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কত্ব পাওয়া বাবর আজমই খেলেছেন ২৯ ম্যাচ। বর্তমানে এক ম্যাচের পারফরম্যান্স দেখেই ক্রিকেটারদের জাতীয় দলে ঢাকা হয় বলে মন্তব্য করেছেন তিনি।


এ প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা যখন জাতীয় দলে সুযোগ পায় তখনও তাদের ক্রিকেটীয় অভিজ্ঞতা কম থাকে। আমরা (ইউনিস, ইনজামাম) যখন শীর্ষ থেকে গ্রেড টু পর্যন্ত প্রচুর ক্রিকেট খেলতাম। তখন এটা আরও কঠিন ছিল। তবে বর্তমান দিনগুলো একেবারে ভিন্ন। একটা ভালো পারফরম্যান্সের পরই জাতীয় দলে সুযোগ পায়। যখন তারা সুযোগ পায় তখন আন্তর্জাতিক ক্রিকেটে তাদের দূর্বলতা দেখা যায়। যার মূল কারণ ঘরোয়া ক্রিকেটে পর্যাপ্ত না খেলা।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball