জৈব সুরক্ষা বলয় বিলাসি বন্দীশালা: রাবাদা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

বাংলাদেশকে ভুগিয়ে আইসিসির মাস সেরার দৌড়ে নিশাঙ্কা

৭ জুলাই ২৫
আইসিসির জুন মাসের সেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় কাগিসো রাবাদা, এইডেন মার্করাম ও পাথুম নিশাঙ্কা, ফাইল ফটো

সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন কাগিসো রাবাদা। সেই টুর্নামেন্টে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা এই দক্ষিণ আফ্রিকান পেসার জৈব সুরক্ষা বলয়ে ছিলেন প্রায় তিন মাস।


বিশ্বজুড়ে জৈব সুরক্ষা বলয়ে থাকাটাকে যখন ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখছেন। তবে সেটা যে রাবাদাকে মানসিকভাবে খুব একটা ক্ষতিগ্রস্ত করেনি সেটা বুঝা যায় তার কথাতেই। প্রোটিয়া এই পেসার এটিকে দেখছেন বিলাসি বন্দিশালা হিসেবে। একই সঙ্গে জৈব সুরক্ষা বলয়ে ক্রিকেটাররা যাতে নিজেদের ভাগ্যবান মনে করেন সেই পরামর্শও দিয়েছেন রাবাদা।


promotional_ad

তিনি বলেন, 'এটা বেশ কঠিন। অন্যদের সঙ্গে মেশা যায় না। কার্যত স্বাধীনতা হারিয়ে ফেলতে হয়। অনেকটা বিলাসী বন্দিশালায় থাকার মতো। আমাদের নিজেদের মনে করিয়ে দিতে হবে যে, আমরা বেশ সৌভাগ্যবান।'


'কত লোক চাকরি হারিয়েছে, এখন ভুগছে। এমন একটা সময়েও আমরা অর্থ আয় করতে পারছি, নিজেদের ভালোবাসার কাজটি করার সুযোগ পাচ্ছি, এজন্য কৃতজ্ঞ থাকা উচিত।'


আইপিএল থেকে ফিরে খুব বেশি দিন জৈব সুরক্ষা বলয়ের বাইরে থাকা হয়নি রাবাদার। ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজের জন্য আবারও জৈব সুরক্ষা বলয়ে ঢুকেছেন তিনি। মানসিকভাবে ব্যাপারটা কঠিন হলেও এটা থেকে বের হওয়ার উপায়ও বাতলে দিয়েছেন প্রোটিয়া পেসার।


তিনি বলেন, 'চার দেয়ালের মধ্যেই থাকতে হওয়ায় মানসিকভাবে তা প্রভাব ফেলতে পারে, সেদিক থেকে এটা কঠিন। কিন্তু স্রেফ নিজেকে মনে করিয়ে দিতে হবে, চারপাশে কী হচ্ছে। আর একবার যখন খেলা শুরু করছি, তার পর তো নিঃসঙ্গ সময়ের সমাপ্তি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball