ব্যাঙ্গালোরের জার্সিতে ভিলিয়ার্সের '২০০'

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবি ডি ভিলিয়ার্সের যাত্রা শুরু ২০১১ সাল থেকে। মি. ৩৬০ ডিগ্রি নামে পরিচিত এই ব্যাটসম্যান এখন পর্যন্ত টানা ১০ আসর খেলছেন ব্যাঙ্গালোরের হয়ে। করেছেন অসংখ্য রেকর্ড।


সেই রেকর্ডের খাতায় সোমবার (২১ সেপ্টেম্বর) যোগ হলো নতুন এক রেকর্ড। ব্যাঙ্গালোরের জার্সি গায়ে ২০০ ছুঁয়েছেন এই ব্যাটসম্যান। তবে এই ২০০ রানের ২০০ না। এটি ছক্কার ২০০।


promotional_ad

টুর্নামেন্টের নিজেদের প্রথম ম্যাচে ১৯ তম ওভারের ৩য় বলে সানরাইজার্স হায়দারাবাদের বোলার সন্দ্বীপের স্লোয়ার ডেলিভারি এক্সট্রা কভারে উড়িয়ে সীমানার বাহিরে পাঠিয়ে দেন ভিলিয়ার্স। সঙ্গে সঙ্গে ব্যাঙ্গালোরের হয়ে ২০০ ছক্কা মারার কৃতিত্ব নিজের করে নেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এর পরের বলটিকেও ছক্কায় পরিণত করেন তিনি।


এখন পর্যন্ত আইপিএলে ২১৪টি ছয়ের মালিক তিনি। অবস্থান করছেন সর্বোচ্চ ছয় মারার তালিকায় দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে।


২০১১ সালে ব্যাঙ্গালোরে যোগ দেবার পর থেকে এখন পর্যন্ত দলটির হয়ে মাঠে নেমেছেন ১১৩টি ম্যাচে। দুইটি শতকের পাশাপাশি ঝুলিতে পুরেছেন ৩১টি অর্ধশতক। সংগ্রহ করেছেন ৩ হাজার ৮০১ রান।


চলতি আসরের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে খেলেন ৩০ বলে ৫১ রানের দুর্দান্ত এক ইনিংস।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball